দুর্ধর্ষ কেরিয়ার! হেলায় ছেড়েছেন RBI’র চাকরি! দুবার UPSC ক্র্যাক করে নজির সৃষ্টি এই IAS অফিসারের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : স্বপ্ন দেখার সাহস লাগে না, তবে সেই স্বপ্নকে সত্যি করতে প্রয়োজন হয় অদম্য জেদ আর অধ্যাবসার। নাগপুরের নিধি চৌধুরী স্বপ্ন দেখতেন ইউপিএসসি ক্র্যাক করার। UPSC পরীক্ষার প্রস্তুতির জন্য একটা সময়ে ছেড়ে দেন রিজার্ভ ব্যাংকের মোটা বেতনের চাকরি। আর তারপর? নিজের স্বপ্নের পিছনে ছুটে পেয়েছেন সাফল্য (Success Story)।

নিধি চৌধুরীর সাফল্যের কাহিনী (Success Story)

জানা গিয়েছে, মহারাষ্ট্র ক্যাডারের ২০১২ সালের IAS অফিসার নিধি। নাগপুরের বাসিন্দা নিধি চৌধুরী ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী। হিন্দি মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা শেষ করে নিধি কলা বিভাগে স্নাতক হন। কলেজ টপার নিধি এরপর জনপ্রশাসন ও পল্লী উন্নয়নে অর্জন করেন মাস্টার্স ডিগ্রী।

আরোও পড়ুন : আজকের রাশিফল ২৯ জানুয়ারি, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

তারপর সসম্মানে উত্তীর্ণ হন RBI গ্রেড বি পরীক্ষাও। কিছুদিন কাজ করেন রিজার্ভ ব্যাংকের ম্যানেজার হিসাবে। বিয়ের পর নিধি IPS বোন বিধি চৌধুরীর অনুপ্রেরণায় UPSC পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন।  রিজার্ভ ব্যাঙ্কের মোটা বেতনের চাকরি ছেড়ে নিধি শুরু করেন UPSC (Union Public Service Commission) পরীক্ষার প্রস্তুতি।

আরোও পড়ুন : এবার BCCI-এর দিকে তোপ দাগলেন সুনীল গাভাস্কার! বিরক্তি প্রকাশ করে জানালেন…..

২০১০ সালে প্রথমবারের মতো UPSC পরীক্ষায় বসে সারা দেশে ৬৭৮ তম স্থান অর্জন করেন। যদিও আইএএস (IAS) পদ সেবার অধরাই থেকে যায় নিধির। এরপর ফের UPSC পরীক্ষায় বসে সারা দেশে ১৪৫ তম স্থান অর্জন করে তাক লাগিয়ে দেন এই কন্যা। ভারতের সবথেকে কঠিন পরীক্ষা হিসাবে বিবেচিত করা হয় UPSC -কে।

Success Story of nidhi choudhari

বছরের পর বছর ধরে চেষ্টা চালিয়েও অধিকাংশ মানুষের কাছে অধরাই থেকে যায় সাফল্য (Success Story)। তবে নাগপুরের এই কন্যা অধ্যবসার জোরে দু-দুবার UPSC ক্র্যাক করে সৃষ্টি করেছেন নজির। রিজার্ভ ব্যাঙ্কের লোভনীয় চাকরি ছেড়ে UPSC পরীক্ষার প্রস্তুতির সাহস কিন্তু খুব কম মানুষই দেখাতে পারেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X