১,২০০ কোটির মালিক, রয়েছে ৪০০ টি গাড়ি! তবুও করেন নাপিতের কাজ, চমকে দেবে রমেশের কাহিনি

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ধনকুবেরদের প্রসঙ্গে এলেই আমাদের মাথায় আসে আম্বানি-আদানি-মাহিন্দ্রাদের নাম। কিন্তু, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একজন ধনকুবেরের প্রসঙ্গ উপস্থাপিত করব যিনি এখন ১,২০০ কোটি টাকার মালিক। তবুও, তিনি করেন নাপিতের কাজ। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। মূলত, আজ আমরা আপনাদের কাছে বেঙ্গালুরুর অনন্তপুরের বাসিন্দা রমেশ বাবুর (Ramesh Babu) প্রসঙ্গ উপস্থাপন করব। যিনি বেঙ্গালুরুর একজন বিখ্যাত নাপিত।

অবাক করবে রমেশের (Ramesh Babu) কাহিনি:

সবথেকে চমকপ্রদ বিষয় হল তিনি রোলস রয়েসে চেপে চুল কাটতে যান। শুধু তাই নয়, তাঁর কাছে রোলস রয়েস থেকে শুরু করে মার্সিডিজ, বিএমডব্লিউ এবং অডির মতো ৪০০ টি বিলাসবহুল গাড়ি রয়েছে। যা ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানিরও নেই। যদিও, রমেশ বাবুর (Ramesh Babu) এই বিরাট সাফল্যের পেছনে লুকিয়ে রয়েছে অদম্য লড়াইয়ের কাহিনিও। বর্তমান প্রতিবেদনে সেই প্রসঙ্গ উপস্থাপিত করা হল।

   

রমেশ বাবুর বয়স যখন ৭ বছর তখন তাঁর বাবা মারা যান। ব্যাঙ্গালোরের চেন্নাস্বামী স্টেডিয়ামের কাছে রমেশের বাবা তাঁর নাপিতের দোকান চালাতেন। বাবার মৃত্যুর পর রমেশ বাবুর (Ramesh Babu) মা সংসার চালাতে বাড়ি বাড়ি রান্নার কাজ করতেন। প্রতি মাসে মাত্র ৫ টাকায় তিনি তাঁর স্বামীর দোকান ভাড়ায় দিয়েছিলেন। এদিকে, আর্থিক অবস্থা ভালো না থাকায় মাত্র ১৩ বছর বয়সেই রমেশবাবু খবরের কাগজ এবং দুধ বিক্রি শুরু করেন।

Success Story of Ramesh Babu.

রমেশ তাঁর বাবার সেলুনে কাজ শুরু করেন: ১৮ বছরের রমেশ বাবু (Ramesh Babu) তাঁর বাবার সেলুনটি সারিয়ে সেখানে ২ জনকে নিয়োগ করেন। কিন্তু, তাঁরা সঠিক সময়ে কাজে না আসায় ব্যবসার অবনতি হতে থাকে। এদিকে, রমেশ চুল কাটতে জানতেন না। কিন্তু গ্রাহকদের পীড়াপীড়িতে রমেশ বাবু তাঁর চুল কাটার দক্ষতা আবিষ্কার করে সেই কাজটিকেই মন দিয়ে করতে শুরু করেন। ধীরে ধীরে তাঁর সেলুনের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং একটা সময়ে সমগ্র বেঙ্গালুরুতে তিনি বিখ্যাত হয়ে ওঠেন।

আরও পড়ুন: “আপনার ছেলে রাজনীতিবিদ নয়, কিন্তু…”, জয় ICC চেয়ারম্যান হতেই অমিত শাহকে তীব্র কটাক্ষ মমতার

এভাবেই বদলে গেল জীবন: পরবর্তীকালে রমেশ বাবু (Ramesh Babu) একটি মারুতি গাড়ি কেনেন। তিনি গাড়ি চালাতে জানতেন না। তাই সেই গাড়ি ভাড়া দিয়ে চালাতে শুরু করেন। এভাবেই উপার্জনের অন্য একটি রাস্তা খুলে যায় তাঁর। ধীরে ধীরে রমেশবাবু আরও গাড়ি কিনে ভাড়ায় দিতে লাগলেন। এরপর রমেশ বাবু” রমেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলস” নামের কোম্পানি শুরু করেন। এভাবেই তিনি ব্যবসা বৃদ্ধির সাথে সাথে বিলাসবহুল গাড়ি কেনা শুরু করেন। এখন তাঁর ৪০০ টি গাড়ি রয়েছে। যার মধ্যে ১২০ টি বিলাসবহুল গাড়ি।

আরও পড়ুন: আদানি করে দেখালেন কামাল! আম্বানিকে হারিয়ে হলেন ভারতের শ্রেষ্ঠ ধনকুবের, লাফিয়ে বাড়ল সম্পদ

রয়েছে ৪০০ টি গাড়ি, তবুও কাটেন চুল: বর্তমানে রমেশ বাবুর (Ramesh Babu) ৪০০ টি গাড়ি রয়েছে। যার মধ্যে রয়েছে ৯ টি মার্সিডিজ, ৬ টি বিএমডব্লিউ, ১ টি জাগুয়ার এবং ৩ টি অডি গাড়ি। তিনি রোলস রয়েসের মতো দামি গাড়িও চালান। যার দৈনিক ভাড়া ৫০,০০০ টাকা পর্যন্ত হয়। রমেশ বাবুর ৯০ জনেরও বেশি ড্রাইভার রয়েছে। তবে, এখন বিপুল সম্পদের অধিকারী হয়েও আজও রমেশ বাবু তাঁর পৈতৃক কাজ ত্যাগ করেননি। তাই, তিনি নিয়মিতভাবে তাঁর বাবার সেলুন ইনার স্পেস চালাচ্ছেন। যেখানে তিনি প্রতিদিন ২ ঘন্টা গ্রাহকদের চুল কাটেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর