IIT জ্যামে প্রথম নৈহাটির রূপাঞ্জন! বাংলার পড়ুয়াদের ব্যাপক সাফল্য সর্বভারতীয় পরীক্ষায়

বাংলাহান্ট ডেস্ক : নৈহাটির (Naihati) বাসিন্দা, রূপাঞ্জন মুখোপাধ্যায় অবিশ্বাস্য ফল করলেন সর্বভারতীয় আইআইটি জ্যাম পরীক্ষায়। IIT গুয়াহাটির ইনস্টিটিউটের অধীনে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট মাস্টার্স (JAM) ২০২৩ পরীক্ষায় ম্যাথামেটিক্যাল স্ট্যাটিসটিকসে ২৯১২ পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থান দখল করেছেন রুপাঞ্জন।

জানা গিয়েছে, রূপাঞ্জন মুখোপাধ্যায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। রূপাঞ্জনের বাড়ি নৈহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের গিরিশ ঘোষাল রোডে। তার বাবা মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় পেশায় শিক্ষক। নৈহাটির এই কৃতি ছাত্র IIT JAM-এ ১০০ নম্বরের মধ্যে পেয়েছেন ৫৯। সারা দেশে তিনি প্রথম স্থান অধিকার করেছেন।

রূপাঞ্জনের বাবা মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় বাণিজ্য বিভাগের গৃহ-শিক্ষক। বহুদিন থেকে ছাত্র-ছাত্রীদের শিক্ষার দায়িত্ব তার কাঁধে। কিন্তু নিজের ছেলে যে এতটা পরিমাণ ভালো ফল করবেন তা তিনি ভাবতেও পারেননি। এখন স্বাভাবিকভাবেই কম বেশী সকলেরই কৌতুহল রূপাঞ্জনের এত চমৎকার ফল হল কিভাবে?

নৈহাটির কৃতি এই ছাত্র বলেছেন, “আমার পাশে সব সময় বাবা-মা ও শিক্ষকরা থেকেছেন। দিনে তিন থেকে চার ঘন্টা আইআইটি জ্যামের পড়াশুনা করতাম। পরীক্ষার আগে সেই সময় আরো একটু বেড়েছিল।” এরই সাথে রুপাঞ্জনের আরো বক্তব্য, “পরীক্ষার সময় সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম। আগামী দিনে সায়েন্টিস্ট হতে চাই।”

Rupanjan

 

রূপাঞ্জনের মা রুপালী মুখোপাধ্যায় বলেছেন, “আশা রাখছি ও ভবিষ্যতে আরও সফল হবে। যে পথ দিয়ে আমার ছেলে এগোতে চায় এগোক। সব বাবা-মায়েদের বলবো সন্তানের ভালো কাজে তাদের উৎসাহিত করুন। সর্বদা তাদের পাশে থাকুন।” ছেলের সাফল্য সম্পর্কে বলতে গিয়ে বাবা মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় বলেছেন, “বাবা হিসেবে তো বটেই, রূপাঞ্জনের শিক্ষক হিসেবেও আমি গর্বিত।”

 

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর