১০,০০০ টাকা দিয়ে শুরু করেছিলেন ব্যবসা! আজ ৪,১৫০ কোটির কোম্পানির মালিক শশী, পাচ্ছেন পদ্মশ্রী

বাংলা হান্ট ডেস্ক: নিজের লক্ষ্যপূরণের জন্য যাঁরা সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে অগ্রসর হন তাঁরাই একটা সময়ে পোঁছে যান সফলতার শিখরে। আর তাঁদের এই উত্তরণের কাহিনি (Success Story) উদ্বুদ্ধ করে বাকিদের। বর্তমান প্রতিবেদনেও আজ আমরা ঠিক সেইরকমই এক লড়াকু মহিলার প্রসঙ্গ উপস্থাপিত করব। যিনি তাঁর অদম্য জেদের ওপর ভর করে আজ ৪,০০০ কোটি টাকারও বেশি মূল্যের কোম্পানির মালিক হিসেবে বিবেচিত হচ্ছেন।

মূলত, আজ আমরা আপনাদের কাছে শশী সোনির বিষয়ে জানাবো। যিনি মাত্র ১০,০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করার মাধ্যমে আজ রীতিমতো নিজের সাম্রাজ্য তৈরি করেছেন। শুধু তাই নয়, ২০২৪ সালের পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায় শশী সোনির নামও রয়েছে। ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছে। জানিয়ে রাখি যে, ১৯৭১ সালে প্রথম ব্যবসা শুরু করেন শশী। তিনি ১০,০০০ টাকার সামান্য মূলধন বিনিয়োগ করে দীপ ট্রান্সপোর্ট শুরু করেন এবং ১৯৭৫ সাল পর্যন্ত সেটি চালান। পরবর্তীকালে ১৯৭৫ সালে তিনি মুম্বাইয়ের মুলুন্ড এলাকায় দীপ মন্দির সিনেমা নামে প্রথম এসি সিনেমাহল শুরু করেন। যেটি চলে ১৯৮০ সাল পর্যন্ত।

কিভাবে শুরু হল সাফল্যের যাত্রা: প্রথম কয়েক বছরে সংগ্রাম করার পর শশী অবশেষে সাফল্যের স্বাদ পান। তিনি অক্সিজেন প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করেন। মহীশূরে খোলা এই গ্যাস ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে তিনি ভালো লাভ পেতে শুরু করেন এবং তিনি তাঁর সফলতার দিকে অগ্রসর হন। পাশাপাশি, ধীরে ধীরে ব্যবসা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শশী কারিগরি ক্ষেত্রেও প্রবেশ করেন।

Success Story of Shashi Soni

আজ আমেরিকা থেকে ইউরোপ সর্বত্র ব্যবসার বিস্তার: শশী সোনি ২০০৫ সালে ইজমো লিমিটেড (IZMO LTD) নামে একটি কোম্পানি গঠন করেন। যেটি মার্কেট সলিউশন উপলব্ধ করে। তাঁর কোম্পানি বর্তমানে আমেরিকা, ইউরোপ এবং এশিয়ায় হাই-টেক অটোমোটিভ এবং ই-রিটেইলিং সলিউশন উপলব্ধ করে। শশী এই কোম্পানির চেয়ারপার্সন। পাশাপাশি, তাঁর কোম্পানি BSE এবং NSE-তেও লিস্টেড রয়েছে।

আরও পড়ুন: ঠান্ডা, বৃষ্টিতে গাড়ির কাঁচে জমবে না কুয়াশা বা জল! ম্যাজিকের মতো কাজ করবে ২৬৯ টাকার এই ডিভাইস

সামাজিক কাজের সাথে যুক্ত: জানিয়ে রাখি যে, শশী একাধিক সামাজিক কাজের সাথেও জড়িত রয়েছেন। তিনি দীপ জনসেবা সমিতির সদস্যা। এই সমিতি চাকরি প্রদানে সাহায্য করার পাশাপাশি, মহিলাদের পড়াশোনা, পেনশন প্রকল্প চালু এবং প্রতিবন্ধীদের জন্য তহবিল সংগ্রহের কাজ করে। উল্লেখ্য যে, IZMO LTD-এর আরও একাধিক সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে। এর মধ্যে Homestar Systems, Inc., izmocars Europe BVBA-এর মতো বড় কোম্পানিগুলি অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: ভারতে হবে অলিম্পিক, বিড থেকে শুরু করে সবকিছুতেই সাহায্য করবে ফ্রান্স! বড় বার্তা ম্যাক্রোঁর

এদিকে, পদ্মশ্রী পুরস্কার পাওয়ার আগে, শশী ব্যবসায়িক এবং সমাজকল্যাণ ক্ষেত্রে একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারও পেয়েছেন। ১৯৯০ সালে, তিনি ভারতীয় শিল্পে তাঁর অবদানের জন্য মহিলা গৌরব পুরস্কার পেয়েছিলেন। এরপরে, তিনি অল ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের ম্যানেজিং কমিটির সদস্যা ছিলেন। এছাড়াও, তিনি কারিগরি উন্নয়ন নির্দেশালয়েরও সদস্যা ছিলেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর