দুর্ঘটনায় হারান ২ টি হাত! আর্থিক অনটনকে সঙ্গী করেই কঠোর পরিশ্রমে রেভিনিউ অফিসার হলেন বৈভব

Published on:

Published on:

Success Story of Vaibhav Paitwar.

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক সফল মানুষের সফল হওয়ার পিছনে থাকে এক অদম্য লড়াইয়ের কাহিনি (Success Story)। শুধু তাই নয়, অবস্থার পরিপ্রেক্ষিতে কখনও কখনও সেই লড়াই হয়ে ওঠে অত্যন্ত কঠিন। কিন্তু, সফল হওয়ার জন্যে তাঁরা সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নিজেদের লক্ষ্যে এগিয়ে যান। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক লড়াকু ব্যক্তিত্বের প্রসঙ্গ উপস্থাপিত করব। মূলত, আজ আমরা আপনাদের জানাবো মহারাষ্ট্রের নান্দেদের বাসিন্দা বৈভব পৈতওয়ারের প্রসঙ্গে। তিনি মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের (MPSC) পরীক্ষায় পা দিয়ে লিখে সফলতা হাসিল করেছেন এবং বর্তমানে রেভিনিউ অফিসার হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন। তাঁর এই সফলতার কাহিনি নিঃসন্দেহে উদ্বুদ্ধ করবে আপনাকেও।

MPSC পরীক্ষায় সাফল্য (Success Story) অর্জন করেছেন বৈভব:

মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হন: প্রসঙ্গত উল্লেখ্য, বৈভব একজন সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। তিনি মহারাষ্ট্রের নান্দেদের বাসিন্দা। বৈভব তাঁর মা এবং ভাইয়ের সাথে সিডকো ক্যাম্পাসের গুরুয়ার বাজার এলাকায় একটি টিনের বাড়িতে থাকতেন। দশম শ্রেণিতে পড়ার সময়ে তাঁর বাবা মারা যান। এরপর তাঁর মা শ্রমিকের কাজ করে কোনওভাবে তাঁর সন্তানদের ভরণপোষণ করেন।

Success Story of Vaibhav Paitwar.

শৈশবে বৈভবের সঙ্গে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মূলত ২০০৮ সালে, যখন বৈভব দশম শ্রেণিতে পড়তেন সেই সময়ে ঘুড়ি ওড়াতে গিয়ে তিনি একটি হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। যার ফলে তাঁর ২ টি হাতই সম্পূর্ণ পুড়ে যায় এবং চিরতরে অকেজো হয়ে যায়। ওই দুর্ঘটনার পরেই বৈভবের জীবন সম্পূর্ণরূপে বদলে যায়। কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনার যন্ত্রণাকে তিনি কখনও তাঁর মনোবলের ওপর প্রভাব ফেলতে দেননি। ২ টি হাত হারানোর পরেও, বৈভব তাঁর ভাগ্য নিজেই লিখেছিলেন।

আরও পড়ুন: চতুর্থ টেস্টে দাপট দেখাতে প্রস্তুত ভারত! প্লেয়িং ইলেভেনে এই খেলোয়াড়ের বিষয়ে বড় ইঙ্গিত দিলেন সিরাজ

হয়েছেন রেভিনিউ অফিসার: ওই দুর্ঘটনার পর বৈভব তাঁর পা দিয়ে লেখালেখির অনুশীলন শুরু করেন এবং পড়াশোনা চালিয়ে যান। তিনি কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে প্রতিদিন ঘণ্টার পর ঘন্টা পড়াশোনা করতেন। বৈভব তাঁর কঠোর পরিশ্রম এবং আবেগের ফলস্বরূপ তিনি MPSC পরীক্ষায় সাফল্য Success Story) অর্জন করেন।

আরও পড়ুন: ১০১ বছর বয়সে প্রয়াত কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি. এস. অচ্যুতানন্দন, শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী

বর্তমানে তিনি মুম্বাইতে রেভিনিউ অফিসার হিসেবে কর্মরত। অদম্য সাহস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বৈভবের সাফল্য এখন অন্যদের কাছে উদাহরণ হয়ে উঠেছে। তিনি প্রতিদিন তাঁর জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও নিজের লক্ষ্যের প্রতি অবিচল ছিলেন। পাশাপাশি, বৈভবের সাফল্য এটাও প্রমাণ করে যে, যদি একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হন সে ক্ষেত্রে শারীরিক অক্ষমতা তাঁর সাফল্যের (Success Story) ক্ষেত্রে কোনও বাধা সৃষ্টি করতে পারে না।