গ্রামে ছিল না বিদ্যুৎ-জল! চরম লড়াই করে নেন বড় সিদ্ধান্ত, আজ ১,০১,৩০০ কোটির সাম্রাজ্যের মালিক জয়

বাংলাহান্ট ডেস্ক : সামাজিক-পারিবারিক প্রতিবন্ধকতা জয় করে সফলতার শীর্ষে পৌঁছাতে পারেন এমন মানুষের সংখ্যা হাতে গোনা। আজ আমরা যে আমেরিকাবাসী ভারতীয় ব্যবসায়ীর সফলতার গল্প (Success Story) আপনাদের শোনাতে চলেছি তাঁর গ্রামে ছিল না বিদ্যুৎ-পানীয় জল। হিমাচল প্রদেশের ছোট গ্রাম পানহতে ছোটবেলা কাটানো জয় চৌধুরীর বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ১১.৭ বিলিয়ন ডলার (প্রায় ১,০১,৩০০ কোটি টাকা)৷

জয় চৌধুরীর সাফল্যের কাহিনী (Success Story)

আইআইটি-বিএইচইউ থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক উত্তীর্ণ হওয়ার পর আমেরিকা চলে যান জয়। যুক্তরাষ্ট্রের (United States of America) সিনসিনাটি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ও মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সাইবার নিরাপত্তা কোম্পানি Zscaler-এর প্রতিষ্ঠাতা জয় আজ কোটি কোটি ডলারের মালিক।

Success Story of Zscaler owner Jay Chaudhary

কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় যে মানুষকে সফলতার চূড়ায় নিয়ে যেতে পারে তারই অনন্য এক উদাহরণ তৈরি করেছেন জয় চৌধুরী। চরম দারিদ্রতায় কেটেছে জয়ের ছোটবেলা। ছোটবেলায় জয়ের গ্রামে ছিল না বিদ্যুৎ। এমনকি পান করার পরিশ্রুত পানীয় জলটুকু পর্যন্ত ছিল না তাঁর গ্রামে। দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেওয়া জয় চৌধুরী তিন ভাইয়ের মধ্যে ছিলেন কনিষ্ঠ সন্তান।

আরোও পড়ুন : “একটুর জন্য বেঁচেছি….”, হাসিনাকে হত্যার ছক, কী জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী? শুরু হইচই

কঠিন পরিস্থিতিতেও জয় বুঝতে পেরেছিলেন পড়াশোনা ছাড়া সফলতা অর্জন সম্ভব নয়। তাই দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছেন হাজার প্রতিবন্ধকতার সাথে। ভারতীয় (Indian) উদ্যোগপতি হিসেবে জয়ের যাত্রা শুরু ১৯৯৬ সালে। জয় ও তাঁর স্ত্রী চাকরি ছেড়ে দিয়ে নিজেদের সারা জীবনের পুঁজি বিনিয়োগ করে স্থাপন করেন স্টার্টআপ সংস্থা। জয়ের জীবনের সবথেকে বড় মোড় ঘুরিয়ে দেওয়া পর্যায় ছিল Zscaler-এর প্রতিষ্ঠা।

Success Story of Zscaler owner Jay Chaudhary

ফোর্বস জানাচ্ছে, একদা ভারতে বসবাসকারী আমেরিকার উদ্যোগপতি জয় চৌধুরীর মোট সম্পদের পরিমাণ টেক্কা দেবে তাবড় তাবড় ব্যক্তিদের। ছোট্ট একটি গ্রাম থেকে উঠে এসেও যে বিশ্ব বাজারে নজির সৃষ্টি করা যায় তারই এক উদাহরণ সৃষ্টি করেছেন জয়। প্রতিবন্ধকতা বা দারিদ্রতাকে মেনে নিয়ে নয়, তার বিরুদ্ধে লড়াই করে নিজের সাফল্যের (Success Story) এক নতুন কাহিনী সৃষ্টি করেছেন Zscaler-এর কর্ণধার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর