অসহায় বাবার লড়াই, অভাবকে হার মানিয়ে নজির গড়লেন মহম্মদ ফাহিম, শোনালেন সাফল্যের কাহিনী

Updated on:

Updated on:

Success Story the father and son's feat of pulling a cart is making headlines today

বাংলা হান্ট ডেস্ক: অধ্যবসা ও মনের জোর থাকলে কোন কিছু করা অসম্ভব নয় । ঠিক সেই রকমই গল্প আসানসোল মহকুমার বানপুর শহরের রহমত নগরের ছেলে মহম্মদ ফাহিমের গল্প (Success Story)। জানা যায়, পারিবারিক অনটন থাকার পরও রাজ্য স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্ৰহণ করে একাধিক পদক ও শংসাপত্র গ্রহণ করেছেন মোহাম্মদ ফারিম। আজ বাংলা হান্টের প্রতিবেদনে রইল তার গল্প।

ঠেলা গাড়ি টানা বাবার ছেলের কৃতিত্বে আজ মুখরিত চারদিক (Success Story)

অভাব দেখেছে ছোটবেলার থেকে। তবুও আসানসোলের এই ছেলের ইচ্ছে ছিল আকাশ ছোঁয়ার। সম্প্রতি আসানসোলের (Asansol) ছেলে মহম্মদ ফাহিমের গল্প সকলের চোখ ভিজিয়েছে। নিউজ 18-এ প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে তার সাফল্যের গল্প (Succes Story)।

জানা যায়, সকাল থেকেই বিকেল পর্যন্ত বাবা করেন ঠেলাগাড়ি করে হকারি। কখনো কখনো বিক্রি করে ফল আবার কখনো বিক্রি করেন শাকসবজি। সারাদিন ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে বানপুর শহরের এই প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে আয় হয় মাত্র ২০০ থেকে ৩০০ টাকা। কালির ছাউনি দেওয়া বাড়িতে বসবাস তাঁদের। তবে আসানসোলের এই ছেলের সংসারে আর্থিক অনটন থাকলেও মেধায় ভরপুর ওই বাড়ির ছেলে ফাহিম।

Success Story the father and son's feat of pulling a cart is making headlines today

আরও পড়ুন: কাটবে বাধা, জীবনে ফিরবে শান্তি! মা দুর্গার চরণে এই ফুল অর্পণ করলেই মিলবে সমাধান

সূত্রের খবর, বার্নপুরের ছেলে মহম্মদ ফাহিম ছোটো নানান ধরনের প্রতিযোগিতায় অংশ গ্ৰহণ করতেন। পেতেন পুরস্কারও। এমনকি এখনো অব্দি তিনি জেলার বিভিন্ন স্তর থেকে শুরু করে রাজ্য তরে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে অর্জন করেছেন একাধিক পদক ও শংসাপত্র।

এমনকি সেই তালিকায় রয়েছে রাজ্যস্তরের তিনটি বিভাগের গোল্ড মেডেল। জানা যায় সংসারে আর্থিক সমস্যা থাকার ফলে, মোহাম্মদ ফাহিম রাত জেগে ক্যাটারিং করেন। আবার কখনো কখনো ফুটপাতে বসে শার্ট ও বিক্রি করেন।

এই আর্থিক অনটনের মধ্যে থাকার পরও, ছোটবেলা থেকেই আকাশছোঁয়ার স্বপ্ন ফাহিমের। এই অল্প বয়সেই তার ঝুলিতে রয়েছে জেলা স্তরের বিভিন্ন জায়গায় একাধিক পদক। সূত্রের খবর, কিছু মাস আগে পেয়েছে রাজ্যস্তরের তিনটি বিভাগে গোল্ড মেডেল ও সার্টিফিকেট। এছাড়াও আগামী নভেম্বরে রয়েছে ন্যাশনাল গেমস। সেই গেমে পার্টিসিপেট করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ফাহিম।