UPSC জয়ে সামাজিক জীবনকে বিদায়, কঠোর পরিশ্রমে নজির গড়লেন উত্তরাখণ্ডের গীতিকা

Published on:

Published on:

Success Story Uttarakhand's Geetika Tamata fulfilling her dreams despite avoiding social life

বাংলা হান্ট ডেস্ক: ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি হল UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষা। প্রতি বছর লক্ষ লক্ষ UPSC পরীক্ষার্থী আইএফএস (IFS) অফিসার হওয়ার লক্ষ্য নিয়ে পরীক্ষায় অংশ নেয় (Success Story)। কিন্তু তাদের মধ্যে মাত্র কয়েকজনই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েআইএফএস (IFS) অফিসার হতে সফল হয়। আজ বাংলা হান্টের প্রতিবেদনে রইল তেমনি এক সফল ছাত্রীর গল্প।

সামাজিক জীবন এড়িয়ে স্বপ্নপূরণে সাফল্য পেলেন উত্তরাখণ্ডের গীতিকা তমতা (Success Story)

দেশের অন্যতম কঠিন পরীক্ষা হল আইএএস, আইপিএল অথবা আইএফএস (IFS)। এই পরীক্ষায় দেয় দেশের লক্ষ লক্ষ পড়ুয়ারা। তবে পাশ করে কয়েকজন। এমনকি এই পরীক্ষায় বসাও মুখের কথা নয়। স্কুল-কলেজের পড়াশোনা শেষ করে ক্যারিয়ার গড়তে অনেকেই ইউপিএসসি পরীক্ষায় বসেন। ইউপিএসসি পরীক্ষার জন্য একাগ্রতা, অধ্যাবসা ও পরিশ্রম দরকার। এই পরীক্ষা একবারে ক্লিয়ার করা কঠিন। তবে আজ এমন এক উত্তীর্ণ ছাত্রীর গল্প বলবো, যা আপনাকে অনুপ্রেরণা দেবে (Succes Story)।

উত্তরাখণ্ডের পিথারগড় জেলার বাসিন্দা গীতিকা। ছোটবেলা থেকে পড়াশোনা কে ভালবাসতেন তিনি। ১২ পাস করে ইঞ্জিনিয়ারিং পড়তে হরিয়ানায় চলে যান। ইঞ্জিনিয়ারিং পড়তে তিনি সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেন‌। জানা যায়, ২০২১ সালের একটি নববর্ষের পার্টিতে তিনি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেন। বর্তমান যুগের মেয়ে হওয়ার পরও তিনি সিভিল সার্ভিস পরীক্ষা পাস করার জন্য ত্য়াগ করেন সমাজমাধ্যম। তার মতে, তার লক্ষ্য থেকে তাকে বিচলিত করছে এই সমাজ মাধ্যম। যার কারনে তিনি এই সমাজ মাধ্যম থেকেও দূরে থাকেন। এরপর ২০২১ সালের ১৪ জানুয়ারী সমাজ মাধ্যমের সব অ্যাকাউন্ট ডিলিট করে দেন।

Success Story Uttarakhand's Geetika Tamata fulfilling her dreams despite avoiding social life

আরও পড়ুন: পেটের বাড়তি মেদ ঝরাতে দারুণ কাজে ‘এলাচ জল’, জানুন পান করার সঠিক নিয়ম ও সময়

সেই অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার পর, তিনি আরও মনোযোগী হন পড়াশোনার প্রতি। এমনকি এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তিনি বন্ধু বান্ধব ও পরিবারের সাথে, উৎসব ও পারিবারিক সামাজিক অনুষ্ঠান গুলিতে যাওয়া বন্ধ করে দেন। জানা যায় তিনি সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি ২০২১ সালে শেষ পারিবারিক অনুষ্ঠানে যোগদান করেন। এরপর ২০২১ সালের এপ্রিল মাসে পড়াশোনার জন্য তিনি একটি পরিকল্পনা তৈরি করেন এবং একটি হোয়াইট বোর্ড পাশে রাখেন। তবে তার পক্ষে এই সময় পড়াশোনার জন্য বেশ কিছু ব্যক্তিগত চ্যালেঞ্জ ও মানসিক চাপের সৃষ্টি হয়।। কিন্তু তিনি তাতে বিঘ্নিত না হয়ে সমস্ত ধরনের চাপ কে সামলে নিজের লক্ষের দিকে এগিয়ে যান।

সমস্ত পরীক্ষার প্রস্তুতি নিয়ে তিনি দ্বিতীয় কোভিডের সময় নৈনিতাল ফিরে আসেন। এবং সেখানে তিনি ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ নেন। এই পরীক্ষায় অংশগ্রহণ নাওয়াকে তিনি তার ভাগ্য পরিবর্তন হিসাবে মনে করেন। এমনকি ২০২২ সালে ইউ পি এস সি সর্বভারতীয় ২৩৯ র‍্যাঙ্ক অর্জন করেন তিনি। এরপর তিনি ভারতীয় পররাষ্ট্র পরিষেবায় চাকরি পান। পাশাপাশি তিনি বর্তমানে ভারতে প্রতিনিধিত্ব করে চলেছেন। এমনকি ২০২৪ সালের নয়া দিল্লিতে অনুষ্ঠিত জি ২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন। সেখানে তিনি তার তার সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গল্প সকলের সঙ্গে শেয়ার করেন।