শুধু অভিনেত্রী নন, সুগায়িকাও ছিলেন, কিন্তু সঙ্গীত প্রতিভা আড়ালে রাখতেন কেন সুচিত্রা?

বাংলাহান্ট ডেস্ক : তিনি বাংলার চিরকালীন ‘মহানায়িকা’। বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের উজ্জ্বলতম নক্ষত্র। বাংলা ছবির দুনিয়াকে ঢেলে সাজিয়েছিলেন তিনি নিজের অভিনীত ছবি দিয়ে। পুরুষশাসিত সিনেমা ইন্ডাস্ট্রিতে মহিলা সুপারস্টার হওয়ার ক্ষমতা দেখিয়েছিলেন। তিনি সুচিত্রা সেন (Suchitra Sen)। নামটাই যথেষ্ট। তাঁর উজ্জ্বল কেরিয়ার আজো অবাক করে বাঙালিকে।

বাংলা ছবির মহানায়িকা সুচিত্রা সেন (Suchitra Sen)

তাঁর চোখের চাহনি, ঠোঁটের হাসি থেকে মুখের প্রতিটি এক্সপ্রেশন পুরুষ হৃদয়ে ঝড় তোলার জন্য যথেষ্ট ছিল। সে সময়কার বাংলা এবং হিন্দি চলচ্চিত্র জগতের একাধিক অভিনেতার সঙ্গে কাজ করলেও উত্তম কুমারের সঙ্গে সুচিত্রার (Suchitra Sen) জুটি ছিল আইকনিক। তাঁদের অভিনীত প্রতিটি ছবিই ক্লাসিক হয়ে রয়েছে চলচ্চিত্র জগতে। তবে অভিনেত্রী সুচিত্রা সেনকে তো সকলেই চেনেন, জানেন। গায়িকা সুচিত্রা সেনকে (Suchitra Sen) চেনেন?

আরো পড়ুন : অর্জুনকে দেখেই ‘মালাইকা মালাইকা’ চিৎকার, প্রাক্তনের নাম শুনেই যা করলেন অভিনেতা… দেখে থ নেটিজেনরা

গানও গাইতেন দুর্দান্ত

বহু গুণে গুণী ছিলেন সুচিত্রা (Suchitra Sen)। শুধু অভিনয় নয়, তিনি ছিলেন সুগায়িকাও। কিন্তু তাঁর এই প্রতিভার কথা অনেকেই জানেন না। এমনকি একবার নাকি গানও রেকর্ড করেছিলেন তিনি। কিন্তু ওই প্রথম আর ওই শেষবার। তারপর আর কখনো গান রেকর্ড করেননি সুচিত্রা (Suchitra Sen)। কিন্তু কেন?

আরো পড়ুন : রাম মন্দিরে প্রথম দীপাবলি, উৎসবের আগেই ১ কোটি দিলেন অক্ষয়! মানুষের জন্য নয়, তবে?

একটি গানও রেকর্ড করেছিলেন

জানা যায়, মেকআপ রুমে বসে গুনগুন করে গান গাইতেন সুচিত্রা সেন (Suchitra Sen)। কিন্তু তাঁর গানকে প্রথম রেকর্ড করার কথা ভাবেন গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। তাঁর কথায় এবং রবীন চট্টোপাধ্যায়ের সুরে প্রথম গান রেকর্ড করেছিলেন অভিনেত্রী। কী ছিল সেই গান? গানের নাম ছিল ‘বনে নয়, আজ মনে হয়’। ১৯৫৯ সালে মুক্তি পায় সেই রেকর্ড। বেশ জনপ্রিয়ও হয়েছিল গানটি।

Suchitra Sen

এ বিষয়ে গবেষক দেবদত্ত গুপ্ত বলেন, সুচিত্রা সেনের (Suchitra Sen) পরিবারে আগে থেকেই সঙ্গীত চর্চার পরিবেশ ছিল। তাঁর বোন গান শিখেছেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। শান্তিনিকেতনেরও যোগাযোগ ছিল অভিনেত্রীর সঙ্গে। কিন্তু গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেও ওই পরিচিতিটা বজায় রাখতে চাননি সুচিত্রা (Suchitra Sen)। একটি মাত্র গান রেকর্ড করেই ক্ষান্ত দেন তিনি। শোনা যায়, নিজের অভিনেত্রী সত্ত্বা, মহানায়িকা তকমা নিয়ে আপোষ করতে চাননি তিনি। গায়িকা সত্ত্বার আড়ালে নায়িকা সত্ত্বাকে চাপা দিতে চাননি সুচিত্রা সেন। তাই শ্রোতারাও আর পাননি তাঁর গাওয়া গান।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর