বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপের (2023 ODI World Cup) লিগ পর্যায়ে অসাধারণ পারফরম্যান্স করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। টানা নয়টি ম্যাচ জিতে তাদের আত্মবিশ্বাসও এইমুহূর্তে তুঙ্গে। অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে যেভাবে দাপট দেখিয়ে জয় পেয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন দল, তা রীতিমতো চমক লাগানোর মতো ব্যাপার। দলের তারকা ক্রিকেটার অর্থাৎ বিরাট কোহলি (Virat Kohli), যশপ্রীত বুমরাদের (Jasprit Bumrah) মতো তারকারাও অসাধারণ ছন্দে রয়েছেন। ফলে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামের আগে আত্মবিশ্বাসী দলের সকলে।
অধিনায়ক হিসেবে এই বিশ্বকাপে রোহিত শর্মা একটি অসাধারণ রেকর্ড গড়েছেন। এর আগে নির্দিষ্ট একটি বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় দখলে। ২০০৩ সালে তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত বিশ্বকাপে টানা ৮ ম্যাচ জিতেছিল ভারত।
কিন্তু এবার তার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন রোহিত শর্মা। চলতি বিশ্বকাপে লিগ পর্যায়ে পুরোপুরি অপরাজিত ভারত। পরপর আর নয়টি ম্যাচ জিতে তারা লিগ টেবিলে শীর্ষস্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে। কিন্তু এত বড় অর্জনের পর যেন বিরাট কোহলিকেই বেশি গুরুত্ব দিচ্ছে সম্প্রচারকারী চ্যানেলগুলি।
In my knowledge, Rohit Sharma is the captain of Indian cricket team, and Kane Williamson is his counterpart.
But, @StarSportsIndia will use Virat Kohli’s photo in the preview for #INDvsNZ semi-final because they are obsessed. And, honestly, as an Indian cricket lover, I find… pic.twitter.com/ZROgg9Io8J
— Madhav Sharma (@HashTagCricket) November 13, 2023
সম্প্রতি একটি জনপ্রিয় সম্প্রচারকারী চ্যানেল একটি প্রোমো যেখানে বাকি দলগুলির অধিনায়কদের ছবি তুলে ধরেছে সেখানে ভারতের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বিরাট কোহলির ছবি। রোহিতের নেতৃত্বে ভারতীয় দল এতটা সাফল্য পাওয়ার পরেও তার ছবি ব্যবহার না করে বিরাট কোহলির ছবি ব্যবহার করাটা এক প্রকার তাকে অপমান করা হয়েছে বলেই অনেকে ধরে নিচ্ছেন।
আরও পড়ুন: ধোনিকেও হার মানিয়ে দিচ্ছেন! উইকেটরক্ষক-ব্যাটার লোকেশ রাহুল যেন ভারতের মেরুদণ্ড
তবে রোহিত শর্মার নিজে এইসব বিষয়ের মাথা ঘামাতে খুব একটা রাজি বলে তাকে ম্যাচের আগের দিন দেখে বোঝা যায়নি। টানা ৯ টি ম্যাচ জিতলেও ভারতীয় দলকে নিয়ে তিনি ধীরে চলো নীতিতেই এগোতে চাইছেন।