বাংলা হান্ট ডেস্কঃ দলত্যাগী দুই তৃণমূল সাংসদ শিশির অধিকারী আর সুনীল মণ্ডলের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নেওয়ার পথে তৃণমূল কংগ্রেস। লোকসভার স্পিকার ওম বিড়লাকে ফোন করে ওই দুই সাংসদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভার সাংসদ ওম বিড়লা বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।
২০২০-র ডিসেম্বরে মেদিনীপুরে অমিত শাহের সভায় যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেদিনই একই মঞ্চে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল। এরপর নির্বাচনের মধ্যে মেদিনীপুরের আরও একটি সভায় অমিত শাহের হাত ধরে বিজেপিতে নাম লিখিয়েছিলেন শুভেন্দু অধিকারীর বাবা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারী। তাঁরা দুজনে দল ছাড়লেও পদ ছাড়েননি। এবার এই দুই সাংসদের সদস্যপদ বাতিলের আবেদন জানিয়েছে তৃণমূল।
কিছুদিন আগে তৃণমূল সাংসদ সৌগত রায় এই বিষয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। সেই সময়ও লোকসভার স্পিকার বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন। আর এবার তৃণমূলের আরও এক সাংসদ ওম বিড়লার কাছে দুইজন দলত্যাগীদের সদস্যপদ বাতিল করার আবেদন জানিয়েছেন।