বাংলা হান্ট ডেস্ক : রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক। যদিও মাঝে মাঝে দুজনেই দুজনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন কিন্তু আবার পরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তোপ দাগতে ও ছাড়েন না। রাজ্যপালের নিয়ে তৃণমূলের একাধিক নেতৃত্বদের অভিযোগ রয়েছেই।
তাই সোমবার থেকে শুরু হতে চলা শীতকালীন অধিবেশনেই সংসদে উঠতে পারে রাজ্যপাল প্রসঙ্গ, রবিবার সর্বদলীয় বৈঠকে তার একটা ইঙ্গিত দিয়ে রাখল তৃণমূল কংগ্রেস।স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল প্রসঙ্গে অভিযোগ তোলেন, সংবাদমাধ্যমে সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন তৃণমূল সাংসদ।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিল্লিতে রাজ্যপালকে ডেকে সঠিক দিক নির্দেশ করার পরামর্শ দেন একই সঙ্গে তিনি রাজ্য পুলিশের সহযোগিতা নিচ্ছেন না বলেও অভিযোগ তোলেন। তবে সর্বদলীয় বৈঠকে শুধুমাত্র সুদীপ বন্দ্যোপাধ্যায় নন ডেরেক ও ব্রায়েন রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি অন্ধকারে রেখে বেশ কিছু কাজ করছেন বলে জানান একই সঙ্গে তিনি রাজ্য সরকারের সহযোগিতা এক প্রকার নিতে চান না এমনটাও বলেন তিনি।
উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যপালের সিঙ্গুর ও নন্দীগ্রামের মন্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, তখন তিনি রাজ্যপালের নাম না করে আমাদের রাজ্যে এমন একজন আছেন যিনি সমান্তরাল প্রশাসন চালাতে চাইছেন এমনটাও অভিযোগ তুলেছিলেন।