রঞ্জির কোয়ার্টার ফাইনালে চালকের আসনে বাংলা, সুদীপ ও অভিমন্যুর ব্যাটে ব্যাকফুটে ঝাড়খণ্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের (Ranji Quarter Final) দ্বিতীয় দিনে ঝাড়খণ্ডের বিরুদ্ধে (Bengal vs Jharkhand) চালকের আসনে বাংলা রঞ্জি দল (Bengal Ranji Team)। গতকাল আকাশদীপ (Aakash Deep) ও মুকেশ কুমারের (Mukesh Kumar) দুর্দান্ত বোলিংয়ে ঝাড়খণ্ডকে ১৭৩ রানে বেঁধে ফেলেছিল বাংলা। আকাশদীপ ৬২ রানের বদলে ৪ উইকেট নিয়েছিলেন। ভারত বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে রিলিজ পেয়ে বাংলায় এসে কোয়ার্টার ফাইনালের প্রথম ইনিংসে ৬১ রানের বদলে ৩ উইকেট পেয়েছিলেন।

এছাড়া ১টি করে উইকেট পেয়েছিলেন আকাশ ঘটক ও ঈশান পোড়েল। ঝাড়খণ্ডের হয়ে ৮৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন কুমার সুরজ। কিন্তু কাল তাদের অলআউট করলেও সময় কম থাকায় বাংলা ইনিংস শুরু করতে পারেনি। আজ ব্যাট করতে নেমে যদিও শুরুতে চাপে পড়ে গিয়েছিল তারা। কারণ কোয়ার্টার ফাইনালে দলে জায়গা পাওয়া কাজী জুনেইদ সইফি মাত্র ১ রান করে আউট হন।

এরপর অবশ্য পরিস্থিতি সামলে নেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) এবং সুদীপ কুমার ঘরামী (Sudip Kumar Gharami)। গ্রুপ পর্বে এই জুটি একাধিকবার বাংলাকে বিপদের হাত থেকে উদ্ধার করেছে। আজও এই ঘটনার ব্যতিক্রম হলো না। দুজনের মধ্যে হওয়া বড় পার্টনারশিপটি বাংলাকে বসিয়ে দিয়ে গিয়েছে চালকের আসনে।

abhimanyu easwaran and sudip kumar gharami

তাদের মধ্যে ১৩৬ রানের একটি পার্টনারশিপ হয়। দুজনেই অর্ধশতরান করেন। কিন্তু তাদের হাফ সেঞ্চুরিকে, সেঞ্চুরিতে পরিণত করতে ব্যর্থ হন দুজনেই। অভিমুন্য ৭৭ রান করে আউট হন। সুদীপ ঘরামী আউট হন ৬৮ রান করে। তাদের ব্যাটিং বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে।

কিন্তু তারা আউট হওয়ার পর বাংলার ইনিংসে কিছুটা ভাঙ্গন করতে দেখা যায়। বড় রান করতে ব্যর্থ হন অধিনায়ক মনোজ তিওয়ারি (১৩) এবং বাংলার ক্রাইসিস ম্যান বলে পরিচিত অনুষ্টুপ মজুমদার (২৫)। দিনের শেষে ২৫ ও ১৭ রান করে ক্রিজে রয়েছেন যথাক্রমে অভিষেক পোড়েল এবং শাহবাজ আহমেদ। এই মুহূর্তে দ্বিতীয় দিনের শেষে বাংলার রান ৫ উইকেট হারিয়ে ২৩৮। তাদের হাতে রয়েছে ৬৫ রানের লিড।

Reetabrata Deb

সম্পর্কিত খবর