বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়েছে নতুন বছর। ২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫ এ পা দিয়েছেন সকলে। নতুন শুরুর আনন্দের মাঝেই বড়সড় সুখবর দিলেন অনিন্দিতা রায়চৌধুরী এবং সুদীপ সরকার (Sudip Sarkar)। মা হতে চলেছেন অনিন্দিতা। নতুন বছরেই এক খুদে সদস্যের আগমন ঘটতে চলেছে টেলিভিশনের এই জনপ্রিয় জুটির পরিবারে। বছরের প্রথম দিনেই সকলের সঙ্গে সুখবরটা ভাগ করে নিয়েছেন সুদীপ (Sudip Sarkar) অনিন্দিতা।
বাবা মা হতে চলেছেন সুদীপ (Sudip Sarkar) অনিন্দিতা
২০২৫ এর প্রথম দিনই সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি পোস্ট করেছেন সুদীপ (Sudip Sarkar) অনিন্দিতা। সেখানে থেকে গিয়েছে একটি রঙিন কার্টুন। একটি বেবি কটের মধ্যে থেকে বেরিয়ে রয়েছে এক খুদে হাত। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক খেলনা, দুই সারমেয়। ছবিতে লেখা, ‘দেখা হচ্ছে বন্ধুরা…’ এবং মার্চ ২০২৫। নীচে লেখা ‘অনিন্দিতা সুদীপ’।
শুভেচ্ছা পাঠিয়েছেন সকলে: কমেন্ট বক্সে উপচে পড়েছে শুভেচ্ছা বার্তা। হবু বাবা মাকে শুভেচ্ছা জানিয়েছেন ঊষসী রায়, ইশা সাহা, সঙ্ঘশ্রী সিনহা মিত্র, অন্বেষা হাজরার মতো অভিনেত্রীরা। শুভেচ্ছা বার্তা এসেছে অনুরাগীদের তরফেও। নতুন বছরেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন সুদীপ (Sudip Sarkar) অনিন্দিতা। তাঁদের দুজনের জন্যই শুভ কামনা পাঠিয়েছেন নেটিজেনরা।
আরো পড়ুন : ভারতের ওপরেই নির্ভরশীল! অবশেষে সুর নরম করে দিল্লির সাথে সুসম্পর্ক চাইছেন বাংলাদেশের সেনাপ্রধান
দুবছর আগে বিয়ে করেছেন সুদীপ অনিন্দিতা: প্রসঙ্গত, ২০২২ সালের প্রজাতন্ত্র দিবসে গাঁটছড়া বেঁধেছিলেন সুদীপ (Sudip Sarkar) এবং অনিন্দিতা। ধুমধাম করে সামাজিক অনুষ্ঠান নয়। ছিমছাম আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। তবে বিয়ের দিন কনের সাজেই দেখা গিয়েছিল অনিন্দিতাকে। লাল বেনারসীর সঙ্গে কনট্রাস্টে সাদা রঙের ব্লাউজ পরেছিলেন তিনি। অন্যদিকে পাঞ্জাবি জহরকোটে দেখা গিয়েছিল সুদীপকে (Sudip Sarkar)।
আরো পড়ুন : পাগলের মতো ভালোবাসতেন পরস্পরকে, মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর কী অবস্থা হয়েছিল শ্রীদেবীর!
ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ দুজনেই। পটলকুমার গানওয়ালা, কে আপন কে পর, করুণাময়ী রাণী রাসমণি, দেশের মাটি, ধুলোকণা, গুড্ডির মতো সিরিয়ালে দেখা গিয়েছে অনিন্দিতাকে। অন্যদিকে চ্যাম্পিয়ন, তুমি আসবে বলে, কে আপন কে পর, কুসুমদোলার মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন সুদীপ। বর্তমানে ‘ফুলকি’ সিরিয়ালে খলনায়ক রুদ্ররূপ স্যান্যালের চরিত্রে অভিনয় করছেন তিনি। অন্যদিকে অনিন্দিতাকে দেখা যাচ্ছে ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে। আগামী মার্চেই সন্তান জন্ম দিতে চলেছেন তিনি। তবে এখনো কাজ করে চলেছেন অনিন্দিতা।
View this post on Instagram