বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং জলভাত হয়ে গিয়েছে তারকাদের কাছে। ব্যাপারটা এমন নেটমাধ্যমে কোনো কিছু পোস্ট করা মানেই ট্রোর হতে হবে। কয়েকজন মুখ বুজে চুপচাপ সহ্য করেন, আবার কয়েকজন সপাটে উত্তর দেওয়া ঠিক মনে করেন। সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় (sudipa chatterjee) প্রথম গোত্রেই ছিলেন এতদিন। তবে সম্প্রতি দল বদলেছেন। কারণ তাঁর মতে, এই সব ট্রোলারদের মানসিকতা বদলানো দরকার।
পেশাগত জীবনে তড়তড়িয়ে উন্নতি করছেন সুদীপা। আর কে না জানে যতই উপরে ওঠা যায় নীচে টেনে নামানোর জন্য মানুষের অভাব হয় না। সুদীপারও হয়েছে তেমন অবস্থা। অতি সম্প্রতি এক নতুন উদ্যোগ নিয়েছেন তিনি। ‘ব্র্যান্ড সুদীপা চট্টোপাধ্যায়’ শুরু করতে চলেছেন তিনি। বেনারস থেকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় লাইভ করে এই সুখবর দিয়েছেন তিনি।
কী এই ব্র্যান্ড সুদীপা চট্টোপাধ্যায়? এটি একটি এমন স্টোর যেখানে একই ছাদের তলায় হরেক কিসিমের হ্যান্ডলুমের জিনিস পাওয়া যাবে। শাড়ি, গয়না থেকে শুরু করে ঘি, আচার পর্যন্ত সব। আপাতত বেনারসী, টাঙ্গাইল, ঢাকাই শাড়ি দিয়ে শুরু করছেন সুদীপা। ধীরে ধীরে বাড়বে কালেকশন। সে জন্যই বেনারসে নিজস্ব তাঁতিদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।
https://www.instagram.com/p/CRU8uSfBtcE/?utm_medium=copy_link
কিন্তু নতুন কিছু করতে গেলে কিছু মানুষ তো কটাক্ষ করবেনই। এদিন অনুষ্কা শর্মার (anushka sharma) মুম্বইয়ের রিসেপশনের শাড়ির একটি ভিডিও শেয়ার করে সুদীপা লেখেন, এই শাড়ি তিনি অনেক খুঁজেছেন। কিন্তু যা পেয়েছেন সবই ভুয়ো। তাই শেষ পর্যন্ত নিজের তাঁতিদের দিয়েই আসল জরির তৈরি এই শাড়ি বানিয়েছেন সুদীপা। কেউ যদি কিনতে চান তবে তার উপায়ও বাতলেছেন। তবে এ শাড়ির দাম যে একটু বেশি তাও উল্লেখ করেছেন সুদীপা।
https://www.instagram.com/p/CRU8wQuBh3l/?utm_medium=copy_link
এতেই কটাক্ষ করেছেন সঙ্ঘমিত্রা রায়চৌধুরি নামে এক মহিলা। তাঁর বক্তব্য, ‘অনুষ্কা শর্মার শাড়ি কোন শর্মা পরবে? আর কজনের হাতে এখন এত অপর্যাপ্ত টাকা আছে যে কয়েক লাখ টাকার শাড়ি পড়বে? ফালতু’। উত্তর দিতে ছাড়েননি সুদীপা। তিনি পালটা লিখেছেন, ‘অনুষ্কার শাড়িটি সোনা দিয়ে তৈরি, আর এটি যাতে সবাই পরতে পারে- তাই বানিয়েছি- সত্যিকারের জরি দিয়ে। সোনার জলে মোড়ানো জরি। দামও তাই অনেক কম’।