শাড়ি খুলে শেষে সুইমসুট, আপনিও ক্লিভেজ দেখাতে ব্যস্ত! সুদীপাকে ধুয়ে দিলেন নেটিজেনরা

বাংলাহান্ট ডেস্ক: ‘রান্নাঘর’ শেষ হয়েছে কয়েক মাস হল। কাজ থেকে কিছুদিনের অবসর নিয়ে নিজের ব্যবসায় মন দিয়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। সেই সঙ্গে বেশ কিছুদিন বন্ধ ছিল ট্রোলও। কিন্তু সম্প্রতি আবারো সুদীপার একটি পোস্ট নিয়ে শুরু হয়েছে কটাক্ষের ঝড়। সুইমসুট পরে জলকেলি করে চর্চায় উঠে এসেছেন সুদীপা।

বাংলার নতুন বছর শুরু হয়নি এখনো। কিন্তু চৈত্রের চাঁদিফাটা রোদে গরমে কাহিল বঙ্গবাসী। কলকাতাতেই পারদ চড়ছে ৪০ ডিগ্রির উপরে। দাবদাহ থেকে ক্ষণিকের স্বস্তি পেতে সুইমিং পুলের জলে ঝাঁপ দিয়েছেন সুদীপা। সঙ্গে ছোট্ট আদিদেব এবং আরো এক আত্মীয়। কালো সুইমসুট, চোখে কালো সানগ্লাস পরে সেলফি থেকে শুরু করে পুলের জলে সাঁতার কাটার ভিডিও শেয়ার করেছেন সুদীপা।

sudipa chatterjee

কিন্তু তাঁর পোস্ট ভালভাবে নেননি নেটিজেনদের একাংশ। আসলে সুদীপাকে সকলে শাড়িতেই দেখে দেখে অভ্যস্ত। তিনি নিজেও শাড়ি বেশ পছন্দ করেন। রান্নাঘর শো তে তাঁর হরেক দিন হরেক ধরণের শাড়ি বিশেষ ভাবে নজর কাড়তে দর্শকদের। এহেন সুদীপাকে হঠাৎ খোলামেলা সুইমসুটে দেখে হতভম্ব নেটিজেনরা, একটু হতাশও। সবাই এখন ক্লিভেজ দেখাতে ব্যস্ত। আপনিও সেই তালিকায় যোগ দিলেন! এটা আশা করা যায়নি, এসেছে এমন মন্তব্যও।

প্রসঙ্গত, ট্রোল সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল থাকেন সুদীপা। অনলাইন খাবার ডেলিভারি বয়দের নিয়ে অসম্মানজনক মন্তব্য করে তুমুল সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। অনেকদিন ধরে চলেছিল বিতর্ক। পালটা জবাব দিয়েছিলেন সুদীপাও। তবে এবারে মৌনতা অবলম্বন করাই শ্রেয় মনে করেছেন তিনি।

উল্লেখ্য, রান্নাঘর শেষ হওয়ার পর শুরু হয়েছে ঘরে ঘরে জি বাংলা। তবে শোনা যাচ্ছে, জি তে আরো একটি রান্নার অনুষ্ঠান শুরু হতে চলেছে। শোয়ের নাম ‘আজকের অন্নপূর্ণা’। সেখানে আবারো সঞ্চালিকা হিসাবে দেখা মিলবে ‘রান্নাঘরের রানী’র।

Niranjana Nag

সম্পর্কিত খবর