ইডির মামলায় সারদা-রোজভ্যালি মালিককে জামিন আদালতের

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে মিলল জামিন। সারদা এবং রোজ ভ্যালি কাণ্ডে ইডির মামলায় জামিন পেলেন দুই সংস্থারই কর্ণধার। বুধবার সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডুকে জামিন দিল বিশেষ আদালত। তাঁদের শাস্তির সর্বোচ্চ মেয়াদ পার হয়ে যাওয়াতেই এদিন এই সিদ্ধান্ত নিল। ব্যক্তিগত এক লক্ষ টাকার বণ্ডে জামিন দিল আদালত। তবে এই মামলায় জামিন মিললেও আরও একাধিক মামলা চলতে থাকায় জেল থেকে মুক্তি মিলছে না এখনই।

এই জামিনের জন্য আদালতের কাছে ৪৯৮ ধারায় আবেদন জানিয়েছিলেন সুদীপ্ত সেনের আইনজীবী বিপ্লব গোস্বামী। তাঁর মক্কেল সাজার সর্বোচ্চ মেয়াদ পেরিয়ে গেছেন এই দাবি করেই জামিনের আর্জি জানান তিনি। একই যুক্তি দেখিয়ে আবেদন জানানো হয় রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর জন্যও। শাস্তির মেয়াদ শেষ হলেও পুরো মুক্তি অবশ্য মেলেনি দুজনের। কেবল ৪৩৬ ধারায় জামিন মঞ্জুর করে আদালত।

আপাতত কলকাতার প্রেসিডেন্সি জেলেই রয়েছেন সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডু। ইডির মামলায় জামিন পেলেও আপাতত মুক্তির স্বাদ মিলছে না তাঁদের। ইডির মামলা ছাড়াও সিবিআই এবং রাজ্য পুলিশের মামলাও রয়েছে তাঁদের বিরুদ্ধে। একই সঙ্গে ভিনরাজ্যেও মামলা রয়েছে তাঁদের নামে। ফলে সেই সমস্ত মামলাতেও জামিন না মেলা অবধি জেলের বাইরে বেরোনো হচ্ছে না ওই দুই সংস্থার কর্তাদের। এছাড়াও গৌতম কূণ্ডুর চেয়ে সুদীপ্ত সেনের নামে মামলার সংখ্যাও অনেক বেশি।

ওই দুই চিট ফান্ড কর্তার দাবি, সর্বোচ্চ সাজা শেষ হয়ে গেছে তাঁদের। তাই এই সংশ্লিষ্ট সব মামলা থেকেই মুক্তি চান তাঁরা। যদিও পুলিশ এবং তদন্তকারী আধিকারিক সূত্রে খবর, এই দুজনকে আটকে রেখে আর তদন্তের প্রয়োজন নেই৷ তবে এই মামলার জামিন খারিজে উচ্চি আদালতে যাবে কি না তা এখনও জানা যায়নি। আপাতত সম্পত্তি বাজেয়াপ্ত এবং উদ্ধারেই জোর দিচ্ছে ইডি। একটি মামলায় জামিন মিললেও কবে যে জেলের বাইরের আকাশ দেখবেন এই দুই চিট ফান্ড কর্তা, সেই উত্তর নেই কারও কাছেই।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর