তৃণমূল নেতার ঘরণী হচ্ছেন, চোখ ধাঁধানো মেহেন্দি অনুষ্ঠানের ভিডিও শেয়ার করলেন সুদীপ্তা

বাংলাহান্ট ডেস্ক: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এবং সৌম্য বক্সীর বিয়ের অনুষ্ঠান। চোখ ধাঁধানো রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে এক হয়ে যাবে চার হাত। তার আগে সুদীপ্তার প্রি ওয়েডিং অনুষ্ঠানের ছবি, ভিডিওতে ছয়লাপ সোশ্যাল মিডিয়া।

১ লা প্রাক্তন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সী পুত্র সৌম্য বক্সীর সঙ্গে শুভ বিবাহ সুদীপ্তার। অনেক দিন ধরেই তোড়জোড় চলছিল অভিনেত্রীর। সিরিয়ালের শুটিং সামলেই বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। অবশেষে এসেও গেল সেই বিশেষ দিন। বিয়ের সকালের কোনো অনুষ্ঠানের আপডেট না দিলেও মেহেন্দি অনুষ্ঠানের কিছু ভিডিও শেয়ার করেছেন সুদীপ্তা।

sudipta banerjee

এদিন হালকা গোলাপি, হলুদ, রূপোলির মিশেলে একটি জমকালো লেহেঙ্গা পরেছিলেন তিনি। অফ শোল্ডার টপের সঙ্গে মেহেন্দি অনুষ্ঠানের জন্য এই মডার্ন লেহেঙ্গাটাই বেছে নিয়েছিলেন অভিনেত্রী। দু হাত এবং দু পায়েও মেহেন্দি পরতে দেখা গিয়েছে তাঁকে। চোখেমুখে খুশি উপচে পড়ছিল সুদীপ্তার। পরিবার পরিজন এবং কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়েই হয়েছে মেহেন্দি অনুষ্ঠান।

https://www.instagram.com/reel/CrrNZTQBV86/?igshid=YmMyMTA2M2Y=

সুদীপ্তার আইবুড়োভাত পর্বও চলছে বেশ অনেকদিন ধরেই। ‘সোহাগ জল’ শুটিংয়ের ফাঁকেই টিমের সদস্যরা কবজি ডুবিয়ে আইবুড়োভাত খাওয়ানোর ব্যবস্থা করেছিল ‘বেণী বৌদি’কে। পরে পরিবারের তরফেও আইবুড়োভাত খাওয়ানো হয় অভিনেত্রীকে। কাছের মানুষদের ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাওয়ার অব্যক্ত ব্যথায় চোখ ছলছল করে উঠতে দেখা যায় সুদীপ্তার।

https://www.instagram.com/reel/CrrJbi_BTZ5/?igshid=YmMyMTA2M2Y=

তবে কেঁদে কেটে বিশেষ দিনটা নষ্ট করতে চান না সুদীপ্তা। অন্যদের শেয়ার করে ছবি, ভিডিও মারফত জানা গিয়েছে, সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বিয়ের। হলুদ শাড়িতে সেজে গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সুদীপ্তা। ফুল দিয়ে সেজে উঠেছে বিয়েবাড়ি।

sudipta

সুদীপ্তা আগেই জানিয়েছিলেন, বিয়েতে সম্পূর্ণ বাঙালি সাজে সাজবেন তিনি। সমস্ত নিয়ম, রীতি মেনেই হবে বিয়ে। সায়েন্স সিটির পেছনের গ্রাউন্ডে বলিউডি ধাঁচে বসবে বিয়ের আসর। আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা উপস্থিত থাকবেন বিয়েতে।

Niranjana Nag

সম্পর্কিত খবর