বাড়িতে যাদের জন‍্য দুমুঠো খেতে পান তাদের সম্মান দিন, ভদ্র ভাষায় ট্রোলারকে সপাটে চড় কষালেন সুদীপ্তা

বাংলাহান্ট ডেস্ক: অভিনেতা অভিনেত্রীদের পেশার সঙ্গেই যেন যুক্ত থাকে ট্রোলিং (Trolling)। অনেকে বিষয়টাকে স্বাভাবিক ভেবে পাশ কাটিয়ে যান, মেনে নেন। অনেকে প্রতিবাদ করেন, যোগ‍্য জবাব দেন। তারকা মানেই যে তাদের যা খুশি বলে পার পেয়ে যাওয়া যাবে তা নয়, সেটা বুঝিয়ে দেন স্পষ্ট ভাবে। এই দ্বিতীয় দলেই রয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)।

তাঁর অভিনয় থেকে বাচনভঙ্গি দুটোই ক্ষুরধার। সোশ‍্যাল মিডিয়ায় সক্রিয় সুদীপ্তাকে কারণে অকারণে একাধিক বার ট্রোলের মুখে পড়তে হয়েছে। এড়িয়ে না গিয়ে পালটা জবাবও দেন সুদীপ্তা। সম্প্রতি একটি শোয়ের সঞ্চালনা নিয়ে কুৎসিত কটাক্ষের সম্মুখীন হন অভিনেত্রী। পালটা তিনি যা জবাব দিয়েছেন সেটা এখন ভাইরাল নেটদুনিয়ায়।

Sudipta
অনেকদিন পর ছোটপর্দায় কামব‍্যাক করেছেন সুদীপ্তা। তবে কোনো সিরিয়াল দিয়ে নয়। একটি নতুন কুকারি শো ‘রান্নাঘরের গপ্পো’তে সঞ্চালিকার ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। সদ‍্য শুরু হয়েছে শোটি। সম্প্রতি নিজের একটি ছবি শেয়ার করে অনুরাগীদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়েছিলেন সুদীপ্তা, ‘কেমন লাগলো আজকের পর্ব? আগামীকাল আবার আসছি ঠিক বিকাল ৫ টায় কালার্স বাংলায়’।

এই পোস্টেই ব‍্যঙ্গ করে কমেন্ট করেন অতীন্দ্র চক্রবর্তী নামে এক ব‍্যক্তি। রীতিমতো কটাক্ষ শানিয়ে তিনি লেখেন, ‘ঠিক কাজই নিয়েছেন। বাড়িওয়ালী সিনেমায় তো রান্নার কাজই করতেন। ওখান থেকেই হাতে খড়ি’। পালটা উত্তর দেন সুদীপ্তাও। অত‍্যন্ত ভদ্র মার্জিত ভাষায় সপাটে জবাব দিয়েছেন তিনি।

অভিনেত্রী লিখেছেন, ‘একটু ভুল হয়ে গেল যে! বাড়িওয়ালি সিনেমায় রান্নার কাজ করিনি, অভিনয় করেছি একটি চরিত্রে, যে অভিনয় এর জন্য সেই বছরে সারা ভারতবর্ষের সমস্ত ছবির অভিনেত্রীদের মধ্যে আমাকে সেরা নির্বাচন করা হয় এবং সেই পুরস্কার হাতে তুলে দেন ভারতবর্ষের তদানীন্তন রাষ্ট্রপতি। আমার অভিনয়ের হাতেখড়ি অনেক আগে। সেই নিয়ে বিস্তারে আর গেলাম না। আর এই শো এ আমি রান্না করছি না, শো সঞ্চালনা করছি মাত্র।’

এরপর তিনি লিখেছেন, ‘এবার বলি, রান্না করা অত্যন্ত কঠিন একটা কাজ আর ভালো রান্না করা আরো কঠিন। তাই হাসতে হাসতে চোখ দিয়ে জল বের করে ফেলে এই কঠিন কাজ টা কে সামান্য করে দিতে কোন অশিক্ষিত লোকই পারবে না। আপনি ও না। আপনি রান্না করতে পারেন কি না জানা নেই। তবে লেখা পড়ে মনে হচ্ছে পারেন না। পারলে রান্না কে সম্মানের চোখে দেখতেন। বাড়িতে যে বা যারা রান্না করে দেন বলে দুমুঠো খেতে পান, তাঁদের প্রতি শ্রদ্ধাশীল হোন। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

Sudipta 1
সুদীপ্তাকে সমর্থন করে অনেকেই তুলোধনা করেছেন ওই ব‍্যক্তিকে। শেষমেষ ফের হাল ধরেন সুদীপ্তাই। অনুরাগীদের উদ্দেশে তিনি লেখেন, ‘আপনাদের অনুরোধ করি, এবার ওঁকে ছেড়ে দিন। আগুপিছু না ভেবে একটা আলটপকা মন্তব্য করে ফেলেছেন, পরে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন। এবার বোধ হয় এই ব্যাপার টায় ইতি টানলে ভালো হয়। আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।’


Niranjana Nag

সম্পর্কিত খবর