চাষের জমি কিনে হলেন কৃষক! বলিউডে ডেবিউ করার আগে কোটি টাকার সম্পত্তির মালকিন হলেন সুহানা

বাংলাহান্ট ডেস্ক: খুব শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন সুহানা খান (Suhana Khan)। জনপ্রিয় পরিচালক জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবির হাত ধরে অভিনয় সফর শুরু করতে চলেছেন তিনি। আশি নব্বইয়ের দশকের জনপ্রিয় কমিকস আর্চিসের চরিত্রগুলি জীবন্ত হয়ে উঠতে চলেছে পর্দায়। এই ছবিতেই অন্যতম মুখ্য ভূমিকায় রয়েছেন সুহানা।

স্বনামেই যথেষ্ট পরিচিত হলেও সুহানার জনপ্রিয়তার মূল কারণ কিন্ত তাঁর পারিবারিক পরিচয়। দেশের সবথেকে বড় স্টার শাহরুখ খানের মেয়ে তিনি। পড়াশোনা শেষ হতেই বাবার দেখানো পথে অভিনয়ে কেরিয়ার গড়তে নেমে পড়েছেন তিনি। তবে প্রথম ছবি মুক্তির আগেই আরো এক চমক দিলেন সুহানা।

suhana

নিজের জন্য একটি জমি কিনেছেন তিনি। মহারাষ্ট্রের আলিবাগে ১.৫ একরের একটি জমি কিনেছেন সুহানা। ওই জমির উপরে ২২১৮ স্কোয়ার ফিটের একটি বিল্ডিংও রয়েছে। এই পুরো সম্পত্তিটি নিজের নামে করতে প্রায় ১২.৯১ কোটি টাকা খরচ করেছেন সুহানা। সঙ্গে ৭৭.৪৬ লক্ষ টাকাও দিয়েছেন স্ট্যাম্প ডিউটির জন্য।

জানা যাচ্ছে, মা গৌরি খান ও দিদা সবিতা ছিব্বরের সংস্থার নামে এই সম্পত্তিটি রেজিস্টার করেছেন সুহানা। তবে যে তথ্যটি নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে সেটা হল, রেজিস্ট্রেশনের কাগজপত্রে নিজেকে ‘কৃষি বিশেষজ্ঞ’ বলে পরিচয় দিয়েছেন তিনি। শাহরুখ কন্যার নিজেকে ‘কৃষক’ পরিচয় দেওয়া নিয়েই চলছে চর্চা, হাসাহাসি।

তবে জানিয়ে রাখি, সুহানার বয়স কিন্তু এখন মাত্র ২৩ বছর। এই বয়সেই এত কোটি টাকা তাঁর হাতে এল কী করে? উঠছে প্রশ্ন। প্রথম ছবির পারিশ্রমিক দিয়েই কি নয়া সম্পত্তি কিনলেন নাকি বাবার থেকেই টাকা পেলেন মেয়ে? নেটিজেনদের কৌতূহল দূর করার মতো এখনো কোনো নতুন তথ্য পাওয়া যায়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর