বাংলাহান্ট ডেস্ক: বাবা শাহরুখ খান (Shahrukh Khan), বলিউডের বাদশা। তাঁর মেয়ে যে ইন্ডাস্ট্রিতে আলাদা জায়গা করে নেবেন তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বলিউডের নতুন প্রজন্মের তারকা সন্তানদের মধ্যে সুহানা খানের (Suhana Khan) নাম তালিকার শুরুর দিকে থাকবে। এখনো অভিনেত্রী হিসাবে ডেবিউ করে উঠতে পারেননি তিনি। কিন্তু বাবার থেকে মেয়ের জনপ্রিয়তা কোনো অংশে কম নয়।
আগামীতে পরিচালক জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখতে চলেছেন সুহানা। তাই এখন ক্যামেরার সামনে একটু বেশিই আনাগোনা দেখা যাচ্ছে তাঁর। সেজেগুজে বলিউডি পার্টিতেও যাচ্ছেন সুহানা। আর তাঁর এক ঝলক ক্যামেরাবন্দি করার জন্য ছায়ার মতো সঙ্গে সঙ্গে ঘুরছে পাপারাৎজি। তাদের নজর এড়ানো শুধু কঠিনই নয়, না মুমকিন!
এড়াতে পারেননি সুহানাও। মা গৌরি খানের সঙ্গে ঘুরতে যাচ্ছিলেন তিনি। গাড়িতে মায়ের অপেক্ষাতেই বসেছিলেন তিনি। তখনি তাঁকে দেখে ঝলসে ওঠে ক্যামেরার লেন্স। এদিন ক্যাজুয়াল পোশাক আর বিনা মেকআপে ধরা দেন সুহানা। আচমকা ক্যামেরায় ধরা পড়ায় তিনি যে একটু অস্বস্তিতেই পড়েছিলেন তা ভিডিও দেখেই স্পষ্ট।
তবে সুহানার এই নো মেকআপ লুক মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে নেটিজেনদের তরফে। একজন লিখেছেন, বিনা মেকআপেও বেশ মিষ্টিই দেখায় সুহানাকে। আরেকজনের মতে, অন্য তারকা সন্তানদের মতো সুহানা বেশি নাটক করেন না। তবে নিন্দাও শুনেছেন বটে তিনি। কেউ কেউ লিখেছেন, মেকআপ উঠতেই আসল রূপ বেরিয়ে পড়েছে। আদৌ অভিনেত্রী হওয়ার যোগ্য তিনি? উঠেছে প্রশ্নও।
প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল, সুহানাকে ‘ভদ্র’ হওয়ার শিক্ষা দিচ্ছেন তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবরা। সুহানা নাকি অন্তর্মুখী স্বভাবের। বন্ধুবান্ধবদের সঙ্গে হাসিমজা করলেও সবার সামনে একটু অস্বস্তিতেই থাকেন তিনি। কিন্তু বলিউডে পা রাখা মাত্রই এই ইন্ডাস্ট্রির মতোই চলতে হবে তাঁকে।