হাতে লক্ষাধিক টাকার ব‍্যাগ ঝুলিয়ে নিউ ইয়র্কের রাস্তায় ঘুরতে বেরিয়েছেন সুহানা! মুহূর্তে ভাইরাল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের অন‍্যতম জনপ্রিয় তারকা সন্তান সুহানা খান (suhana khan)। শাহরুখ খানের (suhana khan) মেয়ে হওয়ার সুবিধা তো আছেই, নিজেও সোশ‍্যাল মিডিয়ায় দারুন জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন সুহানা। আর পাবেন নাই বা কেন! তাঁর সৌন্দর্য যেভাবে দিন দিন বাড়ছে তাতে সুহানার অনুরাগীদের তালিকাও লম্বা হচ্ছে।

সোশ‍্যাল মিডিয়ায় প্রায়ই নানা ছবি শেয়ার করতে থাকেন সুহানা। হট অবতারে শাহরুখ কন‍্যাকে দেখে মুগ্ধ হয়ে যান সকলে। তবে সুহানার সাম্প্রতিক ছবি গুলি দেখে তাঁর রূপের থেকে বেশি হাতের পার্সে নজর আটকেছে নেটজনতার। আর শাহরুখ কন‍্যার এই ব‍্যাগের দাম শুনে রীতিমতো বিষম খাচ্ছেন কয়েকজন।


সম্প্রতি নিজের ইনস্টা স্টোরিতে প্রিয় বান্ধবী উরশিতা বৈষ্ণবের সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন সুহানা। তাঁর পরনে শর্ট বডি হাগিং কালো ড্রেস। সেই সঙ্গে কালো ওভারকোট ও খয়েরি বুটস পরেছেন সুহানা। সাজ সম্পূর্ণ করতে হাতে ঝুলিয়েছেন একটি অফ হোয়াইট রঙের পার্স।


আর এই পার্সটিকে ঘিরেই যত উন্মাদনা নেটিজেনদের। বিখ‍্যাত ইতালীয় সংস্থা ‘Prada’র তৈরি ব‍্যাগ এটি। ব‍্যাগটির দাম ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ১ লক্ষ ২৩ হাজার ৭৪৯ টাকা। এই পার্সটি হাতে নিয়েই নিউ ইয়র্কের রাস্তায় ঘুরতে বেরিয়েছেন সুহানা। মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি।


প্রসঙ্গত, কিছুদিন আগেই ছুটি কাটিয়ে নিউ ইয়র্কে নিজের কলেজে ফিরতে দেখা যায় সুহানাকে। তাঁকে বিমানবন্দরে ছাড়তে এসেছিলেন বাবা শাহরুখ। ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন সুহানা। ইতিমধ‍্যেই কলেজে টুকটাক নাটকে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে তাঁকে।

https://www.instagram.com/p/CN0gjzfA4X4/?igshid=1venb6jioz0yu

পড়াশোনা শেষ করার পর অভিনয় জগতে পা দিতে পারেন সুহানা। তবে শাহরুখের বক্তব‍্য, বলিউডে প্রবেশ করার আগে আরো তিন চার বছর সুহানাকে অভিনয় শিখতে হবে। এখনি তিনি চান না যে সুহানা বলিউডে পা রাখুক। এমনটাই মন্তব‍্য করেন কিং খান।

সম্পর্কিত খবর

X