আবেদনময়ী ভঙ্গিতে ভাইরাল সুহানা, ছবি শেয়ার করে জানালেন কাদের বেশি মিস করছেন

বাংলাহান্ট ডেস্ক: লকডাউন শুরু হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে চলে এসেছেন সুহানা খান (suhana khan)। পরিবারের সঙ্গেই সময় কাটছে তাঁর এখন। অর্ডিংলি কলেজে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছিলেন সুহানা। কিন্তু করোনা আবহে আপাতত বন্ধ রয়েছে তাঁর কলেজ।

কলেজ বন্ধ থাকায় বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয় না দীর্ঘদিন। ফলে মন বেশ খারাপই রয়েছে সুহানার। অগত‍্যা সোশ‍্যাল মিডিয়ার ভরসাতেই প্রিয় বন্ধুদের সঙ্গে পুরনো স্মৃতি ঝালিয়ে নিলেন শাহরুখ কন‍্যা। সেই সঙ্গে জানালেন খুবই মিস করছেন তাদের।

suhana 2
নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন সুহানা। সেখানে তাঁকে দেখা গিয়েছে তাঁর দুই বিদেশিনী বন্ধুর সঙ্গে। কালো কাট আউট পোশাকে দারুন বোল্ড দেখাচ্ছে সুহানাকে। ছবিতে কমেন্ট করেছেন তাঁর কলেজের বন্ধুরা। প্রিয় বন্ধু শানায়াও কমেন্ট করে সুহানার রূপের প্রশংসা করেছেন। ছবিতে লাইকের সংখ‍্যা পার করে গিয়েছে ২ লক্ষ।

https://www.instagram.com/p/CFNW9gzhi_0/?igshid=1e0rb5yx8vgso

লকডাউন উঠে গেলেও এখনই বাড়ির বাইরে বেরোতে পারছেন না সুহানা। তাই বাড়িতে বসেই চলছে মেকআপ নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা এবং সঙ্গে পাল্লা দিয়ে  ফটোশুট। সম্প্রতি সুহানার ফ‍্যানপেজের তরফে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে সুহানাকে দেখা গিয়েছে সুন্দর ভাবে সেজেগুজে ছবি তুলতে। দুই চোখের আইশ‍্যাডোতে হালকা গোলাপি ও ব্রাউনের ছোঁয়া। ঠোঁট রাঙিয়েছেন গ্লসি ন‍্যুড লিপস্টিকে। এমন মেকআপে ধরা দিলেন শাহরুখ কন‍্যা।

https://www.instagram.com/p/B0_wuABHRqC/?igshid=10h7g01ozg0xp

লকডাউনে বাড়ি বসে সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় হয়ে উঠেছেন সুহানা। বাড়িতে বসেই ফটোশুট করছেন তিনি। এর আগে বই হাতে নিয়ে ক‍্যামেরাবন্দি হতে দেখা গিয়েছে সুহানাকে। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেন ছবিগুলি।

https://www.instagram.com/p/BzaTqFwgzeP/?igshid=35crkziqd5w8

ছবিতে দেখা গিয়েছে কালো সরু স্ট্র‍্যাপের পোশাক পরেছেন সুহানা। সঙ্গে মানানসই হালকা গয়না ও মেকআপ। খোলা চুলে দারুন মোহময়ী দেখাচ্ছে তাঁকে। সুহানার হাতে রয়েছে প্রখ‍্যাত মার্কিন অভিনেতা জেমস ডিনের একটি বই।
এর আগেও বহু ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুহানা। মা গৌরি খানের তুলে দেওয়া বেশ কিছু ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছিলেন সুহানা। বেশ ভাইরাল হয়েছিল সেই সব ছবি।

Niranjana Nag

সম্পর্কিত খবর