বাংলা হান্ট ডেস্কঃ সুহানা খান ( Suhana Khan) তার নতুন ছবি দ্যা আর্চিস (The Archies) এর হাত ধরে বলিউডে পা রাখলেন। তিনি ডেবিউ সারলেন অগস্ত্য নন্দা (Agyastya Nanda) ও খুশি কাপুরের (Khusi Kapoor) সঙ্গে। জোয়া আখতার পরিচালিত এই ছবিটি ৭ই ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। তারপরই শাহরুখ কন্যা সুহানা খান, অভিনেতা বেদাং রায়নার (Vedang Raina) সঙ্গে কৌন বনেগা ক্রোড়পতি খেলতে এসেছিলেন। তবে এখানে এসে তিনি এমন একটা কাণ্ড ঘটালেন যা দেখে সকলেই অবাক হয়েছেন।
কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে সুহানা খানকে (Suhana Khan) শাহরুখের (Shah Rukh Khan) বিষয়ে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) জিজ্ঞেস করেন, ‘এখনও পর্যন্ত এমন কোন সম্মান আছে যা শাহরুখ খান পাননি?’ তিনি অপশন হিসেবে সুহানাকে বলেন, পদ্মশ্রী, লিজিয়ান অব অনার, L’Etoile d’Or নাকি ভলপি কাপ? সুহানা কোনো বিলম্ব না করেই বলেন, ‘পদ্মশ্রী’। একথা শুনে সকলেই অবাক। বেদাং তো বলেই ফেললেন, ‘এটা তুমি কী করে ভুল বলতে পারলে!’
অমিতাভ বচ্চনও ছাড়েননি তাকে উত্তর দিতে। তিনি তাকে বলেন, মেয়ে নিজেই জানেনা যে বাবা কী কী সম্মান পেয়েছেন। বাবা কি খালি মেয়েকে এটাই শিখিয়ে পাঠিয়েছেন যে সামনে বসে আছে সে তোমার বাবার বাবার চরিত্রে অভিনয় করেছেন। তাও এত সহজ প্রশ্ন করলাম সেটাও তুমি বলতে পারলেনা’।
এদিন এপিসোড শুরু হওয়ার আগেই, অমিতাভ সুহানাকে জিজ্ঞেস করেছিলেন যে শাহরুখ তাঁকে শিখিয়ে পাঠিয়েছেন কিনা। উত্তরে নতুন অভিনেত্রী বলেন, ‘বাবা আমাকে বলেছেন আপনি একটা ছবিতে শাহরুখের বাবার চরিত্রে অভিনয় করেছেন তাই আজ যেন সুহানাকে সব সোজা প্রশ্ন করা হয়।
এইদিন সুহানা যে ভুল প্রশ্নের উত্তর দিয়েছেন, সেটির সঠিক উত্তর হতো ভলপি কাপ। শাহরুখ খানকে ২০০৫ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার