দিল্লির দাঙ্গার জন্য কাঁদছে মমতার মন, কিন্তু রাজ্যের দাঙ্গার সময় কোথায় থাকেন উনি: সুজাতা খাঁ

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির ঘোষণা করলেন তৃণমূলনেত্রী মমতা।এর আগে এনারসি,সিএএ মতন একাধিক ইস্যু নিয়ে প্রতিবাদে সরব হয় মমতা, কিন্তু এদিন তিনি ফের প্রতিবাদের সুরে দিল্লির ঘটনাকে নিন্দারুপে জানায়। আর সেই মঞ্চ থেকে দিল্লির সাম্প্রতিক হিংসাকে ‘পরিকল্পিত ভাবে গণহত্যা বলেন । আর বিজেপির এই খারাপ আচরন মেনে নেওয়া সম্ভব নয় বলে জানান তিনি। কারন এর আগে অনেকেই বলেছেন বিজেপি এদেশে অরাজকতা চালাচ্ছেন। পাশাপাশি গত সপ্তাহের পর থেকে দিল্লিতে যা হয়েছে তাতে এতো মানুষ মারা গেছেন । আজ সভায় দাঁড়িয়ে তিনি বলেন,

“দিল্লিতে গুজরাত মডেল প্রয়োগ করা হয়েছে। দিল্লিতে রাষ্ট্র নিয়ন্ত্রিত গণহত্যা হয়েছে। দিল্লির কাণ্ডকে পরিকল্পিত ভাবে সাম্প্রদায়িক রং দেওয়া হয়েছে। দিল্লিতে পরিকল্পিত ভাব গণহত্যা করা হয়েছে। এর পর তাকে দাঙ্গার চেহারা দেওয়া হয়েছে।  যাঁরা ‘গোলি মারো’ বলছেন, তাঁরা অমানবিক। তাঁদের ভাষা দানবিক।“ বিজেপি নেত্রী সুজাতা খা এইনিয়ে বলেন যে “নিজের রাজ্য সামাল দিতে পারেন না তিনি আবার দিল্লি সাম্লাবেন কেমন করে।WhatsApp Image 2020 03 02 at 18.05.42পাশাপাশি এও বলেন যে পার্ক সার্কাসে তিনি এখনো আগুন জ্বালানোর মতন পরিস্থিতি করে রেখেছেন। মমতা যাকে ভাই ভেবেছিলেন সেই দলের নেতা অরবিন্দ কেজরিবাল তাকে ডাকেন নি। এমনকি দিল্লি যাওয়ার টিকিট কেটে নিয়েছিলেন তিনি কিন্তু এতে লাভ হয়নি,সেই রাগ জ্বালা তিনি কমাতে পারেন নি। বিজেপিকে উণি দাঙ্গাবাজ বলছেন, উনি তো নিজেই একজন দাঙ্গাবাজ। বলা যেতে পারে, এই আক্রোশ নিজেই তিনি সামলাতে পারছেন না।

আর প্রধান্মন্ত্রী না হলেও রাজ্যে নিজের মতন করে মাত্যবরি করে চলছেন তিনি। ফনি, আয়লা যাদের ক্ষতি হয়েছে তিনি তাদের জন্য কিছুই তেমন করেনি। আর দেশের লোকের কথা ভাবছেন কোন মুখে? পাশাপাশি রাজ্যের হাল যা খারাপ সেদিকে নজর না দিয়ে দিল্লির পরিস্থিতি নিয়ে তিনি উদ্গ্রীব । এর থেকেই বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তিনি এখনো ছাড়েন নি।”


সম্পর্কিত খবর