বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েকদিন ধরেই বিতর্কের মধ্যমণি হয়ে রয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল (Sujata Mondal)। প্রথমে সন্দেশখালি প্রসঙ্গে তার মন্তব্য ‘বড় বড় শহরে এরকম ছোট ছোট ঘটনা হতে থাকে’, আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাথে ‘মা সারদা’র তুলনা নিয়ে ইতিমধ্যেই একপ্রস্থ হইচই হয়ে গেছে। আর এবার তিনি যা করলেন তা কাণ্ড দেখে তো হেসে লুটোপুটি খাচ্ছে নেটজনতা।
আসলে গতকাল রাতেই বড়সড় দুর্ঘটনা এড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কালীঘাটের বাসভবনে পড়ে গিয়ে কপালে গুরুতর চোট পেয়েছেন তিনি। সূত্রের খবর, মাননীয়া মুখ্যমন্ত্রীর নাকে ও কপালে মোট চারটি স্টিচ পড়েছে। তবে আপাতত তার অবস্থা স্থিতিশীল এবং তিনি এখন কালীঘাটের বাসভবনেই রয়েছেন।
দুর্ঘটনার খবর সামনে আসার পর থেকেই তোলপাড় হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। একদিকে বিরোধীরা যেখানে বিষয়টা নিয়ে কটাক্ষ করতে ব্যস্ত, সেখানে কর্মী সমর্থকরা ব্যাপক চিন্তায়। মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে পুজো অর্চনাও শুরু করেছে কেউ কেউ। তার ব্যতিক্রম নন সুজাতা মণ্ডলও। এইদিন তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতার কামনা করে এক প্রার্থনা সভার আয়োজন করেন।
আরও পড়ুন : বাড়ির মধ্যে কে ধাক্কা দিল মমতাকে? অবশেষে ফাঁস ‘পুশ ফ্রম বিহাইন্ড’ রহস্য
আর তাতেই ঘটেছে যত বিপত্তি। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে বসে রয়েছেন সুজাতা। এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল। তবে হঠাৎ দেখা যায় কাউকে উদ্দেশ্য করে হাতের ইশারায় ছবি তোলার নির্দেশ দিচ্ছেন তিনি। সেটা দেখেই শুরু হয়েছে ট্রোলিং। নেটিজনদের কেউ কেউ বলেছেন, ‘এটা মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা নাকি ফটোশুট?’ অপর একজন লিখেছেন, ‘সবই নাটক।’
আরও পড়ুন : IPL শেষ হলেই অবসর পথে এই তিন তারকা! বড়সড় ভাঙন টিম ইন্ডিয়ায়
প্রসঙ্গত উল্লেখ্য, হাসপাতাল থেকে ডিসচার্জ করার পর শুক্রবার সকাল সকাল চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করে এসেছেন। এরপর বেলা পড়তেই ফের এক দফায় কালীঘাটে যান তারা। মমতা ব্যানার্জির স্বাস্থ্য পরীক্ষা করার পর চিকিৎসকরা জানিয়েছেন, কপালের ক্ষতস্থানে যে স্টিচ পড়েছিল, সেখানে যন্ত্রণা কমেছে। এরপর সন্ধেবেলা মুখ্যমন্ত্রীকে কালীঘাটের বাড়িতে দেখা করতে গেছিলেন ফিরহাদ হাকিম, উজ্জ্বল বিশ্বাস।