অভিষেককে মালিক বলে সম্বোধন! ‘ভাতটা তো তাঁর পয়সাতেই হয়’, বিস্ফোরক ‘কালীঘাটের কাকু’

বাংলাহান্ট ডেস্ক : বেহালার (Behala) বাড়িতে বসে সাংবাদিকদের বিস্ফোরক মন্তব্য করলেন ‘কালীঘাটের কাকু’ সুজয় ভদ্র (Sujay Bhadra)। উঠে এলো অভিষেক বন্দোপাধ্যায়ের (Avishek Banerjee) সঙ্গে তার সম্পর্কের কথাও। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, জলের কারখানা রয়েছে একটা, লিপ্স অ্যান্ড বাউন্ড্স কোম্পানির সবটাই দেখি। ব্যবসা শুরু করেছিলাম ছোট করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা বললে ভুল হবে। আমি প্রথম দিন থেকেই রয়েছি। ছোট ছোট কাজ করতে করতে তৈরি করেছি এই জলের কারখানা।”

একই সাথে তার মন্তব্য, “অনেক বড় কাজ করতাম একটা সময়। এখন আমার শরীর খারাপ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় দিতে পারেন না একদমই। আর নাম ভাঙাই না আমরা। নাম ভাঙলে কোটি কোটি টাকার কাজ হবে এখনো।” সুজয় বাবু আরো জানান, “আমার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি এখন নেই। চাকরিটা উনি দিয়েছিলেন। আজকে ভাতটা তো আমার তার পয়সাতেই হয়।”

এরই সাথে সুজয় বাবুর স্বীকারোক্তি, “গৌতম দেব এই কোম্পানির বিরুদ্ধে সবার প্রথমে অভিযোগ এনেছিলেন। অভিযোগ করেছিলেন ৩০০ টি সেল কোম্পানির বিরুদ্ধে। আমরা মামলা করেছিলাম গৌতম দেবের বিরুদ্ধে। আইটি রিটার্ন থেকে জিএসটি সবই দেওয়া হতো। সবই নিয়ম করে চলে। একটা বাচ্চা ছেলে নিজের জায়গা তৈরি করেছিল লড়াই করে। কিভাবে বিধানসভায় লড়েছে তা দেখার মত। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন টার্গেট হবে না।”

Kalighat kaku

‘কালীঘাটের কাকু’ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এখন তার নামটা হঠাৎ কেউ ভাসিয়ে দিল তার মানে তিনি অভিযুক্ত এটা হতে পারে না। আবার যাকে বলা হচ্ছে নিয়োগ দুর্নীতিতে যুক্ত তার সন্তানই তো পরীক্ষা দিয়ে শিক্ষকতা চাকরি পাননি। এটা তাহলে কিভাবে সম্ভব? যদি তিনি জড়িত হতেন তাহলে তার সন্তান চাকরি পেতো। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে ‘কালীঘাটের কাকুর’ নাম ফাঁস করেছেন তাপস মণ্ডল। কিন্তু সুজয় বাবু তাপসকে চেনেন না বলতেই বিস্তর জলঘোলা শুরু হয়েছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর