‘১০ তারিখই…’, কালীঘাটের কাকুর মামলায় বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের, তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র (Sujoy krishna Bhadra) ওরফে কালীঘাটের কাকু (Kalighater Kaku)। শুক্রবার সুজয়কৃষ্ণের জামিন মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। আর এদিনই রাজ্যকে এসএসকেএমের মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ।

কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নমুনার ফরেন্সিক রিপোর্ট ইতিমধ্যেই আদালতে জমা করেছে ইডি (Enforcement Directorates)। রিপোর্ট পেশ করে সংগৃহীত নমুনা ও সুজয়কৃ্ষ্ণ ভদ্রের কণ্ঠস্বর একেবারে মিলে গিয়েছে বলেই দাবি ইডির। ইডি জানিয়েছে, ফরেন্সিক রিপোর্টে মোবাইল ফোন থেকে সংগৃহীত ভয়েস ক্লিপিং-এর সঙ্গে হুবুহু মিলে গিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর। আর এরই মাঝে রাজ্যকে কাকুর স্বাস্থ্য সম্পর্কিত রিপোর্ট জমা করতে বলল হাইকোর্ট।

অসুস্থতার সুজয়কৃষ্ণ, এই কারণ দেখিয়েই আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন সুজয়কৃষ্ণের আইনজীবী। গতকালের সেই মামলার শুনানিতেই রাজ্যকে সুজয়কৃষ্ণের মেডিক্যাল রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১০ মে কালীঘাটের কাকুর জামিন মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩০ মে ১১ ঘণ্টা জেরার পর প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে জেলে কম, হাসপাতালেই বেশি থেকেছেন কালীঘাটের কাকু। বর্তমানে এসএসকেএম হাসপাতালে রয়েছেন তিনি। আগেই বাইপাস সার্জারি হয়েছে কাকুর। বুকে পেসমেকার বসানো আছে। এছাড়াও আরও একাধিক শারীরিক সমস্যা রয়েছে বলে আদালতে জানিয়েছেন তার আইনজীবী।

kaku voice

আরও পড়ুন: ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত! ফের বৃষ্টি শুরু একাধিক জেলায়, হতে পারে ঝড়ও: আবহাওয়ার খবর

এদিন আদালতে কাকুর আইনজীবী দাবি করেন, ইডির হাতে গ্রেফতারি, স্ত্রী বিয়োগ সব মিলিয়ে কাকুর উপর শারীরিক চাপের পাশাপাশি মানসিক চাপও রয়েছে। তার মানসিক অসুস্থতারও চিকিৎসার প্রয়োজন। এই অবস্থায় তার জামিন জরুরি। এই আবেদনের প্রেক্ষাতেই রাজ্যের কাছে কাকুর স্বাস্থ্য সম্পর্কিত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর