বাংলা হান্ট ডেস্কঃ গতকাল রাতে আচমকাই অসুস্থতা অনুভব করেন বিধাননগরের তৃণমূল (Trinamool Congress) বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। তৎক্ষণাৎ তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং সম্ভবত আজকেই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি। তবে হঠাৎ কি এমন হলো, যার কারণে হাসপাতালে ভর্তি হতে হল তৃণমূল নেতাকে?
জানা গিয়েছে, গতকাল মধ্যরাতের দিকে আচমকাই পেটের মধ্যে ব্যথা অনুভূত হয় সুজিত বসুর। পরবর্তীতে সেই ব্যথা আরো দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে এবং ক্রমশ অসুস্থতা বাড়ে তৃণমূল বিধায়কের। ফলে বাড়িতে আর না রেখে তৎক্ষণাৎ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরবর্তীতে তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, বিধাননগরের তৃণমূল বিধায়ক সুজিত বসু বাংলার যথেষ্ট পরিচিত মুখ। দমকল মন্ত্রী হিসেবে তাঁর কাজের প্রশংসা করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। শারীরিকভাবেও যথেষ্ট ফিট সুজিতবাবু। পরিবার সূত্রে খবর, অন্যান্য দিনের মতোই গতকালও খাওয়া-দাওয়া করেন তৃণমূল নেতা। তবে রাত হওয়ার সঙ্গে সঙ্গে আচমকাই অসুস্থতা অনুভব করতে থাকেন তিনি। এরপর পেটের ব্যথা ক্রমশ বাড়তে থাকে এবং একটা সময় তা এতটাই বৃদ্ধি পায় যে, শেষ পর্যন্ত বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
রাত তিনটে নাগাদ হাসপাতালে ভর্তি হওয়ার পর দ্রুত বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয় সুজিতবাবুর। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আগের তুলনায় সুস্থ রয়েছেন সুজিত বসু। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আজকেই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।