এনডিএর জয় উদযাপন করতে গিয়ে বাংলায় আক্রান্ত বিজেপি! তৃণমূলের বিরুদ্ধে সরব ক্ষুব্ধ সুকান্ত মজুমদার

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : খেলা ঘুরিয়ে দিয়েছে বিহার। এসআইআর এর পর প্রথম নির্বাচন হল প্রতিবেশী রাজ্যে। বিহারের এই ভোটের দিকে নজর ছিল সমগ্র রাজনৈতিক জগতের। আর সকলকে কার্যত বড় চমক দিয়েছে এনডিএ জোট। বিপুল ভোটে জয়লাভ করেছে নীতিশ কুমারের জোট। সেই উদযাপনের ছাপ পড়েছিল এ রাজ্যেও। নীতিশের জয় উদযাপন করে বঙ্গ বিজেপিও (Sukanta Majumdar)। আর তা করতে গিয়েই আক্রান্ত হতে হল বিজেপি কার্যকর্তাদের। তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

বিহারে এনডিএর জয় উদযাপন করতে গিয়ে আক্রান্ত বিজেপি (Sukanta Majumdar)

বিহারের জয়ে আনন্দে মেতেছিল বঙ্গ বিজেপিও। কিন্তু তাঁদের উদযাপনে বাদ সাধার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেখানে গুরুতর অভিযোগ এনেছেন তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। কী অভিযোগ বিজেপি সাংসদের?

Sukanta Majumdar accused Trinamool Congress for attacking bjp

তৃণমূলের বিরুদ্ধে সরব সুকান্ত: সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) লিখেছেন, ‘বিহার বিধানসভা নির্বাচনে NDA-এর ঐতিহাসিক জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতপুষ্ট সশস্ত্র দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হলো ভারতীয় জনতা পার্টির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার কার্যকর্তাদের!’

আরও পড়ুন : SIR নিয়ে কড়া কমিশন! আজ বিকেলের মধ্যেই ‘বড়’ পদক্ষেপের প্রস্তুতি

কী লিখেছেন বিজেপি সাংসদ: সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পোস্টে তিনি লিখেছেন, ‘তৃণমূলের স্থানীয় নেতা শামীম এর উপস্থিতিতে শাসকদলের সশস্ত্র দুষ্কৃতী বাহিনী ওখানে উপস্থিত কার্যকর্তাদের শরীরে বিভিন্ন অংশে অস্ত্র দিয়ে কোপ মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে!আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের তাঁর সমস্ত সমাজবিরোধী-দুষ্কৃতী চামচাদের স্মরণ করিয়ে দিতে চাই, আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা! এবার উল্টো গোনা শুরু করুন।’

আরও পড়ুন : এনুমারেশন ফর্মের আশায় বসে রয়েছেন? অনলাইনে কীভাবে করবেন ফর্ম ফিলাপ? জেনে নিন ধাপে ধাপে পদ্ধতি

বিহারের জয়ের পর এবার বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। তার আগে এ রাজ্যে বিজেপি কর্মীদের উপরে আক্রমণের অভিযোগে ক্ষোভ বাড়ছে বিরোধী দলে। সুকান্ত মজুমদার স্পষ্ট লিখেছেন, ‘ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর প্রতিটি নিপীড়ন প্রতিটি আঘাতের বদলা নেওয়া হবে। তৃণমূলের রাজত্বে দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হওয়া বাংলাকে পাপমুক্ত না করা পর্যন্ত বিজেপি থামবে না।’