রাজ্যের মন্ত্রীকে ছাড়া অথচ কেন্দ্রীয় মন্ত্রীকে আটক পুলিশের! বিমানবন্দরে বৈষম্যের ঘটনায় এবার বড় পদক্ষেপ সুকান্তর

Published on:

Published on:

Sukanta Majumdar Alleges Police Bias After His Convoy Blocked at Airport VIP Zone

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে সোমবার বিমানবন্দরে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কিন্তু সেখানে গিয়েই চরম অভিজ্ঞতার মুখে পড়েন তিনি। অভিযোগ, ভিআইপি জোনে তাঁর কনভয়কে আটকে দেয় পুলিশ। অথচ রাজ্যের মন্ত্রী সুজিত বসুর গাড়িকে ছাড় দেওয়া হয়। এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ক্ষুব্ধ সুকান্ত সরাসরি অভিযোগ জানিয়েছেন লোকসভার অধ্যক্ষের কাছে।

পুলিশের আচরণ নিয়ে ক্ষোভ সুকান্তর (Sukanta Majumdar)

সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) জানিয়েছেন, “এখানকার পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে তা ও অ-গণতান্ত্রিক। আপনারা দেখেছেন সুজিত বসুর গাড়ি কালকেও ঢুকেছিল এই প্রিমিসেসের মধ্যে, কিন্তু আজকে আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয়নি। আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি ওনারা বলেন ‘ম্যাডাম মানা করেছে’। তো আমি যখন জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম? তখন ওনারা বললেন ডিসি।”

ক্ষুব্ধ সুকান্তর (Sukanta Majumdar) প্রশ্ন, “কোন এক্তিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে?” এরপরই তিনি কটাক্ষ করে বলেন, “রাজ্যের মন্ত্রী মাথায় কি দুটো সিং গজিয়েছে?” তাঁর বক্তব্য, এই ধরনের আচরণ কোনও ভাবেই সহ্য করা হবে না।

লোকসভায় নালিশ সুকান্তর (Sukanta Majumdar)

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) আরও বলেন, “যদি মুখ্যমন্ত্রীর গাড়ি আসতেন তাহলে আমি মনে করতাম হ্যাঁ মুখ্যমন্ত্রীর গাড়ি এসেছে তার গাড়ি আলাদাভাবে ঢুকতে পারে। কিন্তু রাজ্যের কোন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে তাহলে কেন্দ্রীয় লোক যে কোন মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে।” তিনি আরও হুঁশিয়ারি দেন, “যদি সেটা না কর হয় তাহলে জবাব দিতে হবে দরকার পড়লে হাই কোর্টে গিয়ে গিয়ে দাঁড় করাব, কান ধরে উঠবস করাবো।”

Sukanta Majumdar Alleges Police Bias After His Convoy Blocked at Airport VIP Zone

আরও পড়ুনঃ SC শংসাপত্রের নতুন নিয়মের ঘোষণা মমতার, ‘ভোটব্যাঙ্ক রাজনীতি’র অভিযোগ তুললেন শুভেন্দু

বিমানবন্দরে ভিআইপি জোনে ঢুকতে না পেরে হেঁটেই প্রবেশ করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এ ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র বনাম রাজ্য সম্পর্কের উত্তেজনা ফের একবার প্রকাশ্যে এল। বিজেপি নেতার অভিযোগে স্পষ্ট, তিনি এই বৈষম্যমূলক আচরণের বিচার চান এবং প্রয়োজন হলে লোকসভায়ও প্রশাসনের জবাবদিহি করতে হবে।