‘তৃণমূল বিরোধী সব শক্তিকে এক জায়গায় আসা দরকার’, বিধানসভা ভোটের আগে নয়া জল্পনা উস্কে দিলেন সুকান্ত

Published on:

Published on:

Sukanta Majumdar backs Shamik as Suvendu skips Run for Unity

বাংলা হান্ট ডেস্কঃ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও পালিত হল ‘রান ফর ইউনিটি’ কর্মসূচি। শনিবার সকালে কলকাতায় বিজেপির রাজ্য দপ্তর মুরলীধর সেন লেন থেকে এই ঐক্যের দৌড়ের সূচনা করেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা, রাজকমল পাঠক, সজল ঘোষ এবং তমোঘ্ন ঘোষ প্রমুখ নেতৃত্ব। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন উপস্থিত ছিলেন না। কোথায় ছিলেন শুভেন্দু?

কলকাতার বদলে কাঁথিতে শুভেন্দু, বাড়ল জল্পনা

দলের শীর্ষ নেতৃত্বের অনেকেই যখন ঐক্যের বার্তা দিতে কলকাতার রাস্তায় হাঁটলেন, তখন শুভেন্দু অধিকারী ছিলেন কাঁথিতে। নিজের জেলায় একই কর্মসূচিতে অংশ নিলেও, কলকাতার অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি ঘিরে বিজেপির অন্দরে নতুন করে প্রশ্ন উঠেছে। গেরুয়া শিবিরের একাংশের মতে, একই মঞ্চে শমীক, সুকান্ত ও শুভেন্দুকে একসঙ্গে দেখা গেলে রাজ্যজুড়ে কর্মীদের মধ্যে ঐক্যের বার্তা যেত। কিন্তু শুভেন্দুর কাঁথিতে থেকে যাওয়া তাতে খানিকটা ফাঁক রয়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বামেদের ভোটে ভর করে পদ্মফুল ফুটবে? কী বললেন সুকান্ত (Sukanta Majumdar)?

এর মধ্যেই ফের নতুন মাত্রা যোগ করল রাজ্য বিজেপির সাম্প্রতিক রাজনৈতিক বার্তা। বৃহস্পতিবারই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আবেদন করেছিলেন বাম ও অতি বাম ভোটাররা যেন তৃণমূলকে হারাতে বিজেপিকে ভোট দেন। এই বক্তব্যকেই শনিবার সরাসরি সমর্থন করেন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

এদের সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “তৃণমূল বিরোধী সব শক্তিকেই এক জায়গায় আসতে হবে। তাই রাজ্য সভাপতি বামেদের আহ্বান জানিয়েছেন।” সুকান্তর মন্তব্যে তাই ‘রাম-বাম আঁতাত’ তত্ত্ব ফের জোরদার হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই বলছেন, বাংলায় বিজেপির ভোটবৃদ্ধির মূলভিত্তি যে বাম ভোট, তা এবার কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে প্রকাশ্যে এল।

Sukanta Majumdar backs Shamik as Suvendu skips Run for Unity

আরও পড়ুনঃ বিমানবন্দর যাত্রীদের জন্য সুখবর, ইয়েলো লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা, জানুন নতুন সময়সূচী

প্রসঙ্গত, একদিকে ‘ঐক্যের দৌড়’, অন্যদিকে তিন শীর্ষ নেতার ভিন্ন ভিন্ন কর্মসূচি, বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ অবস্থাই যেন এই কর্মসূচিতে আরও স্পষ্ট হয়ে উঠল। রাজনৈতিক মহলের বিশ্লেষণ, রাজ্য বিজেপির নেতৃত্বে এখন দুটি কেন্দ্র। শমীক ও সুকান্ত (Sukanta Majumdar) এক প্রান্তে, শুভেন্দু অন্য প্রান্তে। অথচ, দলের সাধারণ কর্মীদের চোখে এই তিন নেতার একত্রে হাঁটা যদি হত, তা হলে সেটাই হতো আসল ‘রান ফর ইউনিটি’।