এক সপ্তাহের মধ্যেই বাংলায় SIR? তামিলনাড়ুতে নির্ঘন্ট ঘোষণার মাঝেই বঙ্গ নিয়ে মুখ খুললেন সুকান্ত মজুমদার

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন বাংলায়। তার আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) নিয়ে অব্যাহত রয়েছে চর্চা। বিহারে সদ্য শেষ হয়েছে এসআইআর। বাংলায় কবে থেকে শুরু সে বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও তামিলনাড়ুতে সমীক্ষা শুরুর দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন। এক সপ্তাহ বা তার আশেপাশেই শুরু হবে এসআইআর (SIR), শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে এমনটাই জানিয়েছে কমিশন।

তামিলনাড়ুতে এসআইআর (SIR) এর ঘোষণা

একটি জনস্বার্থ মামলার শুনানির সময়েই এসআইআর (SIR) শুরুর কথা জানানো হয়। মাদ্রাজ হাইকোর্টে প্রধান বিচারপতি মণীন্দ্র মোহন শ্রীবাস্তব এবং বিচারপতি জি অরুল মুরুগানের ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল শুক্রবার। এআইএডিএমকে এর প্রাক্তন বিধায়ক বি সত্যনারায়ণ এই মামলা করেন। টি নগর বিধানসভা কেন্দ্রে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবি তুলে এই জনস্বার্থ মামলাটি করেন তিনি।

Sukanta Majumdar opened up about SIR in West Bengal

SIR ঘোষণা নির্বাচন কমিশনের: ওই মামলার শুনানির সময় হাইকোর্টে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের স্ট্যান্ডিং কাউন্সেল নিরঞ্জন রাজাগোপালন। সেখানেই তিনি দিনক্ষণ ঘোষণা করে জানান, দেশব্যাপী সমীক্ষার অংশ হিসেবেই তামিলনাড়ুতে SIR শুরু হবে। এ বিষয়ে শীর্ষ আদালতের সমস্ত নির্দেশ নির্বাচন কমিশন মেনে চলবে বলে জানান তিনি। মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও কমিশন ইতিমধ্যেই আলোচনা করেছে বলে জানান নিরঞ্জন রাজাগোপালন।

আরও পড়ুন : পাঁচ মিনিটেই ধৃত পাঁচজনকে শণাক্ত নির্যাতিতার, দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে ‘মাস্টারমাইন্ড’ কে?

বাংলায় কবে শুরু সমীক্ষা: এদিকে তামিলনাড়ুতে এসআইআর (SIR) ঘোষণার পরেই বাংলায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে জল্পনা বেড়েছে। হিসেব মতো আর প্রায় সাত মাস পর এ রাজ্যে বিধানসভা নির্বাচন। একই সঙ্গে বিহার, তামিলনাড়ুতেও আগামী বছরই রয়েছে ভোট। এমতাবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, এসআইআর (SIR) এর পর ভোটের দিনক্ষণ ঘোষণা করতে হলে দুই রাজ্যেই প্রায় সমান সময়েই সমীক্ষা শুরু করতে হবে। তাই প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গেও কি আর এক সপ্তাহের মধ্যে শুরু হতে পারে এসআইআর?

আরও পড়ুন : গডফাদার ছাড়াই সফল অক্ষয়, শাহরুখের অভিনয় ‘বিরক্তিকর’! চাঁচাছোলা নাসিরউদ্দিন

উল্লেখ্য, ২০২৬ এ অসম, কেরল এবং পুদুচেরিতেও রয়েছে বিধানসভা নির্বাচন। কমিশন সূত্রে খবর, বাংলায় যেকোনো সময় শুরু হতে পারে এসআইআর। নির্ঘন্ট নিয়ে কোনও মন্তব্য না করলেও বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে, গোটা দেশেই হবে এসআইআর। সব রাজ্যেই হবে, পশ্চিমবঙ্গেও হবে। তবে বাংলায় সাতদিনের মধ্যে এসআইআর শুরু হবে কিনা নির্বাচন কমিশনই বলতে পারবে বলে মন্তব্য করেন সুকান্ত মজুমদার।