বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার শিয়ালদহ স্টেশন (Sealdah Station), যা দেশের দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশনগুলোর একটি, প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের কেন্দ্রবিন্দু এই স্টেশনটি। চাকরিজীবী থেকে শুরু করে স্কুল পড়ুয়া এবং স্থানীয় সবজি বিক্রেতাদের জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি এই স্টেশনের নাম বদলের দাবি উঠেছে, যা নিয়ে আবার নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।
‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামেই শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) নাম হওয়া উচিত’, দাবি সুকান্তর
রবিবার শিয়ালদহ (Sealdah Station) থেকে রানাঘাট পর্যন্ত নতুন এসি লোকাল ট্রেন উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সেই অনুষ্ঠানে সুকান্ত মজুমদার শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) নাম বদলের প্রস্তাব দেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠার পেছনে যাঁর অবদান অমূল্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামেই শিয়ালদহ স্টেশনের নাম হওয়া উচিত।
গতবছর অক্টোবর মাসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতায় এসেছিলেন, তখন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এই নাম পরিবর্তনের দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শরণার্থী শিবিরের তত্ত্বাবধান করেছিলেন এবং শিয়ালদহ এলাকার ইতিহাসের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক রয়েছে। রেলমন্ত্রী সে সময় বিষয়টি ‘দেখার’ আশ্বাস দিয়েছিলেন।
সুকান্ত মজুমদার আরও বলেন, এই প্রস্তাব রাজ্য সরকার থেকে আসলে রেল বিভাগ সেটি বাস্তবায়ন করতে পারে। কারণ, রাজ্যের মুখ্যমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনেও তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন, তাই নাম পরিবর্তনের বিষয়টি তাঁদের পক্ষ থেকেও আসা উচিত।
অন্যদিকে, তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) সরাসরি কোনও সম্পর্ক নেই। বরং, এই স্টেশনের সঙ্গে যে মনীষীর নাম সবচেয়ে বেশি জড়িত, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। তাই যদি কোনও মনীষীর নামকরণের প্রয়োজন হয়, তবে সেটি স্বামী বিবেকানন্দের নাম হতে পারে।
আরও পড়ুনঃ AC লোকাল উদ্বোধন করে দমদমে নামতেই সুকান্তকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ, তারপর….
উল্লেখ্য, ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় ঘোষণা করেছিলেন যে কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামে নামকরণ করা হবে। এরপর কেন্দ্রীয় মন্ত্রীসভাও সেটি অনুমোদন করে। মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিয়ালদহ স্টেশনেরও (Sealdah Station) নাম পরিবর্তনের দাবি তুলেছেন।