বাংলা হান্ট ডেস্কঃ সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা (NEET) পাস না করে MBBS (ডাক্তারি) ভর্তি হয়েছেন সৌমিলি সেন! চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপি (Bharatiya Janata Party) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বলে রাখা ভালো, সৌমিলি সেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাংসদ শান্তনু সেনের (Santanu Sen) মেয়ে। ফলে তাঁর এই অভিযোগের দরুণ ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়।
শুধু তাই নয়, ডাক্তারি পড়তে ভর্তি হওয়ার জন্য যে ফর্ম ফিলাপ করতে হয়, সেখানেও সাংসদ কন্যা মিথ্যে তথ্য উল্লেখ করেছিল বলে বিস্ফোরক দাবি সুকান্তবাবুর। উল্লেখ্য, গত বৃহস্পতিবার শান্তনু সেন উল্লেখ করেন, “প্রাথমিক টেট সংক্রান্ত দুর্নীতি মামলায় যোগ রয়েছে শুভেন্দু অধিকারীর। শিক্ষক পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিন জন চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা আত্মসাৎ করেছিলেন বিরোধী দলনেতা।” আর এবার তাঁর মেয়ের বিরুদ্ধে উঠে গেল বিস্ফোরক অভিযোগ।
উল্লেখ্য, বর্তমান সময়ে ডাক্তারি পড়ার জন্য সর্বভারতীয় প্রকাশিকা পরীক্ষায় পাস করতে হয়। তবে এক্ষেত্রে সেই পরীক্ষা না দিয়ে কিভাবে ডাক্তারি কোর্স (এমবিবিএস) পড়ছেন শান্তনু-কন্যা, তা নিয়ে ইতিমধ্যে উঠে গিয়েছে একাধিক প্রশ্ন চিহ্ন।
এদিন একটি টুইট করে সুকান্ত মজুমদার বলেন, “২০২০ সালে শান্তনু সেনের মেয়ে সৌমিলি সেন MBBS কোর্সে ভর্তি হয়, কিন্তু তিনি NEET পরীক্ষায় পাস করেননি।” এমনকি, তাঁর বাবার বেতনেও ভুল তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি এবং অন্যান্য একাধিক ইসুতে তোলপাড় বঙ্গ রাজনীতি। এক্ষেত্রে একদিকে যখন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্যরা হেফাজতে, আবার অপরদিকে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী, অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি, কারা মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরির শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এবার শান্তনু সেনের মেয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে আনলেন সুকান্তবাবু।