‘ভূগোল বিশেষজ্ঞ, ব্যর্থ মুখ্যমন্ত্রী’! শ্রীলঙ্কাকে পশ্চিমবঙ্গের পড়শি বলতেই মমতাকে আক্রমণ সুকান্তর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম, মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে শান্তি, সম্প্রীতি, ঐক্যের বার্তা দেওয়ার পাশাপাশি মুর্শিদাবাদের অশান্তি নিয়েও সরব হন তিনি। সেই কথার সূত্রেই শ্রীলঙ্কাকে পশ্চিমবঙ্গের পড়শি দেশ বলে ফেলেন মুখ্যমন্ত্রী। এবার এই নিয়েই তাঁকে নিশানা করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

মমতাকে (Mamata Banerjee) কটাক্ষ সুকান্তর!

এদিন নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটি ভিডিও শেয়ার করেন বিজেপির রাজ্য সভাপতি। কয়েক সেকেন্ডের সেই ভিডিওয় মমতাকে বলতে শোনা যায়, ‘বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত রয়েছে’। সেই ভিডিও শেয়ার করে বালুরঘাটের সাংসদ লেখেন, ‘দিদির কল্পনা দক্ষিণ এশিয়াকে নতুন করে এঁকেছে’!


সুকান্ত লেখেন, ‘ভূগোল বিশেষজ্ঞ ও পশ্চিমবঙ্গের ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে বাংলা এখন শ্রীলঙ্কার সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে!… দিদির কল্পনা দক্ষিণ এশিয়াকে নতুন করে এঁকেছে। মুখ্যমন্ত্রী নিজেই যখন বলতে পারেন না তাঁর রাজ্য কোথায় শেষ হয় এবং একটি দ্বীপরাষ্ট্র কোথায় শুরু হয়, সেখানে দুর্নীতির জেরে যোগ্য শিক্ষকরা বেকার, এটা কি আশ্চর্যের?’

এখানেই না থেমে বিজেপির রাজ্য সভাপতি আরও লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায়, তথ্য ঐচ্ছিক, যুক্তি অনুপস্থিত এবং অক্ষমতাই যোগ্যতা’।

আরও পড়ুনঃ WAQF শুনানিতে উঠল মুর্শিদাবাদ প্রসঙ্গ! হিন্দুদের ট্রাস্টে মুসলিমদের জায়গা দেওয়া হবে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

এদিকে আজকের বৈঠক থেকে মমতা বলেন, ‘বাংলাদেশের ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রী গোপন বৈঠক করতেই পারেন। দেশের ভালো হলে ভালো। তবে আপনাদের উদ্দেশ্যটা কী? অন্য দেশ থেকে লোক এনে দাঙ্গা করা? বাংলাদেশের পরিস্থিতি আপনি জানেন না? বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত রয়েছে’।

Mamata Banerjee

আজকের বৈঠক থেকে বিজেপি, কংগ্রেসকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ঝাঁঝালো আক্রমণ করেন মমতা (Mamata Banerjee)। একইসঙ্গে স্পষ্ট করে দেন, পশ্চিমবঙ্গ সরকার ওয়াকফ আইন মানবে না।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X