বাংলা হান্ট ডেস্কঃ নদিয়ার তাহেরপুরে সিএএ ক্যাম্পের উদ্বোধনে এসে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বৃহস্পতিবারের এই কর্মসূচিতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে অভিযোগ তোলেন যে, “সিএএ নিয়ে চক্রান্ত করছেন দিদি।” পাশাপাশি রাজ্যে চলা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়েও বিস্ফোরক দাবি করলেন বিজেপি-র রাজ্য সভাপতি।
“এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী”, অভিযোগ সুকান্তর (Sukanta Majumdar)
তাহেরপুরের সভা মঞ্চ থেকে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “বর্তমানে এসআইআর নিয়ে রাজ্যে বড় ধরনের চক্রান্ত চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে এসআইআর প্রসঙ্গে বিভ্রান্তি ছড়াচ্ছেন।” সুকান্ত মজুমদার আরও অভিযোগ জানিয়ে বলেন, “এই প্রক্রিয়া নির্বাচন কমিশনের অধীনে নয়, বরং রাজ্য সরকারের নিয়ন্ত্রণেই চলছে।” প্রতিমন্ত্রীর আরও দাবি, “রাজ্যের বিডিওরা এখন দিদিমণির কর্মচারী হিসেবে কাজ করছেন। তাঁদের অনেককেই এআরও (ARO) করা হয়েছে।”
সিএএ প্রসঙ্গে ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) জনসাধারণের উদ্দেশ্যে বলেন, “সিএএ নিয়ে ভয় পাবেন না। বিজেপি আপনাদের সঙ্গে আছে। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব।” এই প্রসঙ্গে তিনি আরও বলেন যে, “বিজেপি কালীদাস নয়, যে নিজের ডাল কেটে দেবে! যাঁরা বিজেপিকে ভোট দেন, যাঁদের গলায় কাঠের মালা বা সিঁদুর আছে, তাঁদেরই ডিটেনশন ক্যাম্পে পাঠাবে? তাহলে তো আমরা সরকারেই থাকতে পারব না!”
সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এদিন ব্যক্তিগত স্মৃতির কথা তুলে ধরে বলেন, “আমরা বগুলা থেকে এসেছি। আমাদের ওপারে জমি কম ছিল না। আমার ঠাকুরদা এসেছিলেন যাতে ঠাকুমা রাতে তুলসীতলায় প্রদীপ জ্বালাতে পারেন। তাই ভয়ের কিছু নেই।”

রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধন নিয়েও তৃণমূলকে তীব্র আক্রমণ করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি দাবি জানিয়ে বলেন, “তৃণমূলের আই-প্যাক টিমের মাধ্যমে ভোটার তালিকা তৈরি হচ্ছে। প্রতিটি বুথে বেছে বেছে প্রায় দশজন করে হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, “যাদের নাম এসআইআরে নেই, তারা যেন সিএএ-র আওতায় আবেদন করেন। বিজেপি আপনাদের পাশে আছে।”













