পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার হুমকি বিজেপির, অশনি সংকেত দেখছে তৃণমূল

বাংলাহান্ট ডেস্ক : একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে বহুবার রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গে সরব হয়েছে বিজেপি। বারবার এসেছে হুঁশিয়ারিও। আবারও একই সুর শোনা গেল রাজ্য বিজেপি নেতৃত্বের গলায়। রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে এই অভিযোগ এনে ৩৫৬ ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করার হুমকিই দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । রবিবার বিধানসভায় তিনি বলেন, এমন ভাবে রাজ্য চলতে থাকলে ৩৫৬ ধারা জারি করে সরকার ভেঙে দিতে বাধ্য হবে কেন্দ্র। রাজ্যে আইনশৃঙ্খলার দুর্বল পরিকাঠামো নিয়ে বাম এবং কংগ্রেসও একাধিকবার প্রশ্নও তুললেও সুকান্ত মজুমদারের এই হুমকিকে সমর্থন করেনি তারা।

মাত্র ১০ মাস পেরিয়েছে তৃতীয় বারের জন্য সরকার গঠন করেছে তৃণমূল। এরই মধ্যে এই সরকার ভেঙে দেওয়ার দাবিতে সরব হল বিজেপি। গত একবছর ধরেই ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার অভিযোগে সুর চড়িয়েছে তারা। আদালতের নির্দেশে সেই অভিযোগের ভিত্তিতে হচ্ছে সিবিআই তদন্তও। এরই মধ্যে পুরভোটের সময় দিলে বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়েও অস্বস্তিতে তৃণমূল। এহেন পরিস্থিতিতেই শনিবার হামলা চলেছে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের উপর। তারপরই রবিবার এই সমস্ত প্রসঙ্গ টেনে বিধানসভায় সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি বলেন, ‘রাজ্য সরকার ৩৫৬ ধারা জারি করার পথে হাঁটতে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করছে।’ তিনি আরও বলেন, ‘রাজ্য জুড়ে যেভাবে পুলিশ প্রশাসনকে তৃণমূল দলীয় কাজে ব্যবহার করছে তা সত্যিই নজিরবিহীন। উত্তরপ্রদেশ থেকে শিক্ষা নিয়ে রাজ্য চালানো উচিত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর।’

এহেন অভিযোগকে বিজেপির ‘হতাশার আস্ফালন’ বলেই অবশ্য দেগে দিয়েছে তৃণমূল। পুরো বিষয়টিকে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র বলে দাবি করে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন,’একের পর এক নির্বাচনে হারার পর বিজেপি নেতাদের মনে হতাশা জন্মে গেছে। এখন কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ নিয়ে আস্ফালন ছাড়া আর কিছুই করার নেই তাদের। মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। এখন পিছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা চলছে। ভুলে গেছে, পশ্চিমবঙ্গ শক্ত ঘাঁটি। তা ছাড়া দেশে আইন আদালত আছে।’ উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনেও একহাত নিয়েছেন তিনি। ফিরহাদের দাবি, ‘উত্তরপ্রদেশে তো গব্বর সিংয়ের রাজত্ব চলছে। গণতন্ত্র বলে কিছুই নেই।’

শাসকদলের সঙ্গে ঘোরতর বিরোধ থাকলেও এই ৩৫৬ ধারার যে বিরোধী বামেরা এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর মতে, ‘রাজ্যে যে অশান্তি, লুটতরাজ চলছে, তার জন্য তৃণমূলের সঙ্গে বিজেপিও দায়ী। আর সব সময়ে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের টুইট-যুদ্ধ। মুখ্যমন্ত্রীর হাত থেকে শাসন ভার নিয়ে ৩৫৬ ধারা বলে রাজ্যপালের হাতে দিলেই সব ভাল হয়ে যাবে?’ একই সঙ্গে এই ধারার বিরোধিতা করেছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর