বাংলাহান্ট ডেস্ক : ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। শিক্ষা সংক্রান্ত আলোচনায় যোগ দিতে সম্প্রতি স্লোভাকিয়া পৌঁছেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রবিবারই স্লোভাকিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
ভারতের প্রতিনিধিত্ব করতে স্লোভাকিয়া পৌঁছালেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)
জানা গিয়েছে, অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ও স্লোভাকিয়া সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে এই আলোচনা সভা। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর ধরে স্লোভাকিয়ার রাজধানী শহরে বসবে এই আলোচনা সভা, যেখানে সমগ্র বিশ্বের মোট ৩৮ টি দেশের প্রতিনিধিরা যোগ দিতে চলেছেন। সেখানেই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

একাধিক কর্মসূচি রয়েছে সাংসদের: সম্প্রতি নয়া দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয় উন্নত প্রযুক্তি, ডিজিটাল শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে। স্লোভাকিয়ার রাজধানীতে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। স্লোভাকিয়ার সরকারের সঙ্গে বৈঠক, সেখানকার প্রযুক্তি বিদ্যার বিশ্ববিদ্যালয় পরিদর্শন থেকে প্রবাসী ভারতীয় পড়ুয়া এবং নিত্রায় ভারতীয় শ্রমিকদের সঙ্গেও কথা বলবেন তিনি।
আরও পড়ুন : গণধর্ষণের ঘটনায় শাসক দলের নেতার ছেলের নাম! ভোটের আগে উত্তপ্ত আউশগ্রাম
কী জানালেন সুকান্ত মজুমদার: জানা গিয়েছে, দুদিন ব্যাপী এই আলোচনা সভায় আগামীদিনে ভারতের শিক্ষা ব্যবস্থায় এ আই এর ব্যবহার, ভারত সরকারের এ বিষয়ে চিন্তাভাবনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরবেন তিনি। এ নিঃসন্দেহে বিজেপি তথা বাঙালির কাছে এক অত্যন্ত গর্বের বিষয়।
আরও পড়ুন :প্রয়োজন মাত্র ৪ টি উপকরণ, শিমের এই পদ থাকলে নিমেষে সাবাড় হবে এক থালা ভাত
সুকান্ত মজুমদার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক ধন্যবাদ, বিদেশে ভারতের প্রতিনিধিত্ব করা এবং ভারতের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমঞ্চে তুলে ধরার তিনি আমাকে দিয়েছেন।












