বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের (Balurghat) সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এক হাঁটু জল নিয়েই ওই এলাকা সরেজমিনে খতিয়ে দেখলেন তিনি। এলাকার মানুষজনের সঙ্গে কথা বলে সাহায্যের হাত বাড়িয়ে দেন বিজেপি সাংসদ (BJP MP)।
উল্লেখ্য, গত কয়েকদিনে উত্তর-দক্ষিণ দুই বঙ্গেই নাগাড়ে বৃষ্টি (Rain) হয়েছে। যার জেরে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বাদ। পড়েনি এই হরিরামপুর বিধানসভার এলাকাও। মঙ্গলবার সেই এলাকা পরিদর্শন করে শাসকদলের উপর ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
সুকান্ত বলেন, ‘এখানের মানুষ অনেক অমানবিক অবস্থায় বসবাস করছেন। রাস্তা নেই। এই রাস্তার মধ্যেই বহু মহিলার প্রসব হয়েছে। এখানে মানুষকে বারবার বলা হয়েছে এই রাস্তা তৈরি করে দেওয়া হবে। কিন্তু সরকারি ওয়েবসাইট বলছে, রাস্তা তৈরি হয়ে গিয়েছে। কিন্তু আদৌ (Road) হয়নি। এখনও ইটের রাস্তা। যে টাকা মিলেছে সেই টাকা কেউ খেয়ে নিয়েছে নাকি দেখব। তেমন হলে কেন্দ্রকে বলব টিম পাঠাতে। এখন জনগণের দাবি এই রাস্তা যত দ্রুত সম্ভব তৈরি করে দেওয়া হোক।’
এরই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘এখানে মানুষের পাকা বাড়ি থাকায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। ভাগ্য ভালো যে, জল নামতে শুরু করেছে নয়তো অনেক মানুষ মারা যেতেন। অনেক দেওয়াল পড়ে গিয়েছে।’
এরপরেই তাঁর বেতনের (Salary) অংশ থেকে বন্যা কবলিত মানুষদের সাহায্য করার কথা বলেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘সাংসদ তহবিল থেকে এই সাহায্য করা যায় না। আমি ব্যক্তিগতভাবে আমার বেতনের অংশ থেকে সাহায্য করছি। আমি ওদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি, কিছু জায়গায় ইতিমধ্যেই খাবার পৌঁছে গিয়েছে। ত্রিপল আগামী দিনে দেব এবং যাদের বাড়ি একেবারে ধূলিস্মাৎ হয়ে গিয়েছে তাদের টিনের ব্যবস্থা আমি করে দেব।’
এরই সঙ্গে রাস্তা তৈরির বিষয়টি নিয়ে জেলাশাসককে (District Magistrate) চিঠি দেবেন বলে জানিয়েছেন সুকান্ত। তিনি জানান, সাধারণ মানুষ প্রশাসনের উপরে ক্ষুব্ধ। আমি ডিএম সাহেবকে চিঠি লিখব যাদের দ্রুত এই রাস্তা তৈরি করে দেওয়া যায়। প্রয়োজনে আমার সাংসদ তহবিলের থেকেও কিছু টাকা দেব। কিন্তু এই রাস্তাটা এতই বড় যে আমার একার টাকায় হবে না। রাস্তা তৈরি করতে প্রায় ২ কোটি টাকা লাগবে।’