পুজোর আগেই দুর্ঘটনা! রুবেলের পর আহত জি বাংলার এই জনপ্রিয় নায়ক, মাথায় বাজ নির্মাতাদের

বাংলা হান্ট ডেস্ক : বাংলা চলচ্চিত্রের অভিনেতারা কতটা দুর্দম সাহসী তা ঠিক আন্দাজ করা না গেলেও ধারাবাহিকের অভিনেতারা অ্যাকশন স্টান্টে দক্ষিণী তো বটেই এমনকি হলিউডকেও মাত দিতে পারেন। একের পর এক অভিনেতা দুর্দান্ত সমস্ত অ্যাকশন স্টান্ট করছেন। অবশ্য তাতে একটু আধটু চোটও লাগছে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী পরপর দুইজন অভিনেতা দুর্দান্ত সাহস দেখিয়ে অ্যাকশন দৃশ্যের অভিনয় করতে গিয়ে চিৎপাত হলেন।

বঙ্গ সিনে ইন্ডাস্ট্রিতে অ্যাকশন না থাকলেও ধারাবাহিকের দুনিয়া অ্যাকশনে অ্যাকশনময়। দর্শকদের খুশি করতে প্রাণপাত করে স্টান্ট দেখাচ্ছেন নায়করা। এই তো কয়েকমাস আগে নিম ফুলের মধু (Neem Phuler Madhu) ধারাবাহিকে অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে নিজের পা ভাঙিয়ে নিলেন রুবেল দাস। এবার জগদ্ধাত্রী ধারাবাহিকের স্বয়ম্ভু অর্থাৎ সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukhopadhyay) ভারী চোট পেলেন।

পরপর দুইজন অভিনেতা মারাত্মক সব চোট পেয়ে কুপোকাত। এদিকে জগদ্ধাত্রী জি বাংলার স্টার ধারাবাহিক। TRP তালিকায় সব বারই শীর্ষ তিন থাকে সেটি। আর এই সাফল্যের পিছনে দায়ী বলা চলে নির্ভীক নায়ককে। তিনি প্রাণপাত করে অ্যাকশন দৃশ্যে অভিনয় করছেন তো কখনো রোম্যান্সে ভরিয়ে দিচ্ছেন। দর্শকরা জ্যাস সান্যাল আর স্বয়ম্ভুর কেমিস্ট্রি ভারী পছন্দ করছেন। কিন্তু কীভাবে চোট পেলেন সৌম্যদীপ?

আরও পড়ুন : TRP তুলতে মা হবে কমলা! বাচ্চা মেয়ের প্রেগনেন্সির খবরে রেগে কাঁই নেটজনতা

এক সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারে স্বয়ম্ভু নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘অ্যাকশন দৃশ্য শুট করা হয় তখন তখন অনেক সময়ই আমাদের লেগে যায়। কিন্তু সেটা আবার দ্রুত সেরেও যায়। দর্শকদের ভালোবাসাতেই আমরা জলদি সুস্থ হয়ে উঠি। এক্ষেত্রে একমাত্র ভালোবাসাই যেন ব্যথার ওষুধ হিসেবে কাজ করে। তবে কেবল যে আমাদের লাগে সবসময় এমনটা নয়, আমাদের সহ অভিনেতারাও অনেক সময় আঘাত পান। তবে সেটে সেসব ম্যানেজ হয়ে যায়।’

আরও পড়ুন : স্ট্যাচু না কার্টুন! প্রভাসের আজব মোমের মূর্তি বানিয়ে বিপাকে মিউজিয়াম, মিলল হুঁশিয়ারি

00000010079cf22935534346b91a1efaebe37414.webp

এছাড়া নায়ক নিজেদের বেশ কিছু গোপন কথা ফাঁস করে দেন। যেমন জ্যাস সান্যাল যে ভীষণ বড় রকমের লাড্ডু প্রেমী সেকথাও জানিয়ে দেন নায়ক। কিন্তু এত খেয়েও কিভাবে এই চেহারা ধরে রেখেছেন নায়িকা তাতেই হতভম্ব তিনি। এমনকি গণেশ পুজোতে ভগবানকে নিবেদন করা সমস্ত লাড্ডুই যে জ্যাস একা খেয়েছেন সেকথাও ফলাও করে জানিয়েছেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর