সুশান্তের স্মরণে তাঁর মোমের মূর্তি বানালেন বাংলার শিল্পী, হাতের কাজ দেখে স্তম্ভিত গোটা ভারত

বাংলা হান্ট ডেস্কঃ সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) চার মাস হল এই পৃথিবীকে বিদায় জানিয়েছেন। এবার সুশান্ত সিং রাজপুতের স্মরণে পশ্চিমবঙ্গের (West Bengal) এক শিল্পী ওনার মোমের মূর্তি বানিয়েছেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর চার মাস হলেও ওনাকে এখনো ওনার ভক্তরা ভুলতে পারে নি। আর ওনার মৃত্যুর পিছনে যারা দায়ি, তাঁদের কঠোর শাস্তির কামনা করছেন সুশান্তের ভক্তরা। শুধু ভারতেই (India) নয়, গোটা বিশ্বে সুশান্তকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য চলছে অভিযান।

sushant singh rajput1 1597815475

সুশান্তের মৃত্যুর মামলায় দেশের চারটি বড় এজেন্সি তদন্তে নেমেছে। সিবিআই, ইডি আর এনসিবি এই কাণ্ডে যারা দোষী তাঁদের উপযুক্ত শাস্তি দিতে বদ্ধপরিকর হয়েছে। আর এরমধ্যে সুশান্তের গৃহ রাজ্যের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের এক শিল্পী সুশান্তের স্মরণে তাঁর মোমের মূর্তি বানিয়েছেন। আসানসোলের বাসিন্দা সুকান্ত রায়ের এই অভিনব কাজের প্রশংসা হচ্ছে গোটা দেশ জুড়ে।

sushant 2

সুকান্ত জানান, তিনি সুশান্তের অভিনয় খুবই পছন্দ করতেন। আর ওনার প্রয়ার হওয়ার খবর শুনে তিনি প্রায় ভেঙে পড়েছিলেন। রায় জানান, সুশান্তের এই মূর্তি তিনি নিজের মিউজিয়ামের জন্য বানিয়েছেন। ওনার ওই মিউজিয়ামে অনেক বিখ্যাত মানুষেরই মূর্তি আছে। রায় এও জানান যে, যদি সুশান্তের পরিবার চায় যে এরকম একটি মূর্তি তাঁদের কাছেও থাকুক। তাহলে তিনি আরেকটি মূর্তি বানাবেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর