সরাসরি সূর্যকিরণ পড়বে মূর্তির ললাটে! এবার ‘বিশেষ’ তিলক হবে রামলালার, রামনবমীতেই অসাধ্য সাধন

বাংলাহান্ট ডেস্ক : ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়ে গেছে অযোধ্যার রাম মন্দিরের রামলালার মূর্তি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে রাম ভক্তদের। এবার হবে সূর্য অভিষেক। সূর্যালোক সোজা গর্ভগৃহে প্রবেশ করে স্পর্শ করবে রামলালার কপাল। রাম মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছে এই অভিষেক হবে আগামী রামনবমীর দিন। বহুদিন ধরেই এটি নিয়ে গবেষণা চলছে।

বিশেষজ্ঞদের রুর্কি থেকে নিয়ে যাওয়া হয়েছে অযোধ্যায়। বারবার বসছে বৈঠক। সূর্য অভিষেক বাস্তবায়িত করতে প্রস্তুতি চলছে পূর্ণ মাত্রায়। রামনবমীর অনুষ্ঠান শুরু হবে আগামী ৯ই এপ্রিল থেকে। ১৭ই এপ্রিল পর্যন্ত চলবে সেই অনুষ্ঠান। ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছে গেছেন রুর্কির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট বা সিবিআরআই-এর তরফ থেকে বিশেষজ্ঞরা।

আরোও পড়ুন : স্কুল শিক্ষিকা ছিলেন মুকেশ ঘরনী! জানেন, কত টাকা বেতন পেতেন নীতা আম্বানি?

তবে বিশেষজ্ঞরা জোর দিয়ে বলতে পারছেন না এই কাজ রামনবমীর মধ্যে শেষ হবে কিনা। পরিকল্পনা অনুযায়ী, মন্দিরের গর্ভগৃহে সূর্যের আলো প্রবেশ করানো হবে রামনবমীর দিন দুপুর ঠিক ১২ টায়। এই বিষয়ে একটি বৈঠক হয়েছে গত ৯ই মার্চ। সিবিআরআই-এর ডিরেক্টর প্রদীর কুমার রামচন্দ্র ও অধ্যাপক দেবদূত ঘোষ এই বৈঠকে ছিলেন।

আরোও পড়ুন : নবরূপে ফিরছে ‘অভাগীর স্বর্গ’! মুক্তি পেল ‘ও অভাগীর’ ট্রেলার, নজর কাড়ল মিথিলা-অনির্বাণ ম্যাজিক

বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তাঁরা।রাম মন্দির সূত্রে খবর, সূর্য অভিষেকের জন্য রাম মন্দিরে উচ্চমানের আয়না প্রতিস্থাপন করা হয়েছে। প্রথম তলায় লাগানো হচ্ছে দুটি আয়না। আরো দুটি আয়না লাগানো হবে দ্বিতীয় তলায়। গবেষকরা বিষয়টি নিয়ে আবার বৈঠক করতে পারেন বলে খবর।

large image ram lalla

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২ সালে অযোধ্যায় গিয়ে এই ধরনের সূর্য অভিষেকের ইচ্ছা প্রকাশ করেন। কোনারকের সূর্য মন্দিরের মতো রাম মন্দিরের গর্ভগৃহেও যাতে সরাসরি সূর্যালোক প্রবেশ করতে পারে সেই ভাবে মন্দির তৈরির পরামর্শ দিয়েছিলেন রাম মন্দির ট্রাস্টকে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর