IPL শুরুর আগেই বড়সড় ঝটকা খেল কোহলির RCB, বাদ গেল স্টার খেলোয়াড়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মাত্র কুড়ি দিনের মধ্যেই শুরু হচ্ছে আইপিএল দ্বিতীয় পর্ব। করোনার কারণে শুরু হলেও মাঝপর্বেই বন্ধ করে দিতে হয়েছিল আইপিএল। এখন সেই অসমাপ্ত খেলাগুলি কুড়ি দিনের মধ্যেই শুরু হতে চলেছে আরব আমিরশাহীতে। ইতিমধ্যেই আইপিএল দলগুলিও পৌঁছে গিয়েছে ইউএইতে। তবে ইংল্যান্ড সফরের কারণে নিজ নিজ দলে দেরিতে যোগ দেবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। এরইমধ্যে কোহলি শিবিরের জন্য রয়েছে ফের একটি বড় দুঃসংবাদ।

এবারের আইপিএল থেকে বাদ হয়ে গেলেন ব্যাঙ্গালোরের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ড সফরে প্র্যাকটিস ম্যাচ খেলার সময় সিরাজের বল লাগায় চোট পান এই অলরাউন্ডার। আর তাই টেস্টেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পারেননি তিনি। এবার আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দল থেকেও বাদ পড়ে গেলেন এই নির্ভরযোগ্য অলরাউন্ডার।

বিশেষত বল হাতে আইপিএলে যথেষ্ট ভাল রেকর্ড রয়েছে সুন্দরের। ইতিমধ্যেই ৪২ টি ম্যাচ খেলে ২৭টি উইকেট তুলে নিয়েছেন তিনি। বোলিং গড় যথেষ্ট ভালো, তাছাড়া ইকোনমি রেট মাত্র ৬। এই অলরাউন্ডারকে হারিয়ে তাই যে একটু হলেও চাপে থাকবে আরসিবি তা বলাই বাহুল্য। প্রসঙ্গত উল্লেখ্য, রাইজিং পুনে সুপারজায়েন্টসের নিজের আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন সুন্দর। তারপর ২০১৮ সালে কোহলির দল ব্যাঙ্গালোরে যোগ দেন তিনি।

এবার সুন্দর না থাকায় স্পিনার শাহবাজ আহমেদের সুযোগ অনেকটা বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া দলে সুযোগ পেয়েছেন আরও এক বাংলার খেলোয়াড়। তরুন পেশার আকাশদীপ সিংহকে এবার ধরে টেনেছে আরসিবি। সুন্দরের জায়গায় চান্স পাওয়া আকাশদীপ এখন প্রথম একাদশে খেলার সুযোগ পান কিনা সে দিকেই নজর থাকবে সকলের।

 

X