বিচারকদের কোনো স্বাধীনতাই দেওয়া হয়না, সুনিধির মন্তব‍্যে আবারো বিতর্কে ইন্ডিয়ান আইডল

বাংলাহান্ট ডেস্ক: ইন্ডিয়ান আইডল ১২ (indian idol) নিয়ে বিতর্কের আগুন যেন নেভার নামই নিচ্ছে না। প্রথমে প্রতিযোগীদের গান অপছন্দ হওয়া নিয়ে মন্তব‍্য করে বিষ্ফোরণ ঘটিয়েছিলেন কিশোর কুমার পুত্র অমিত কুমার। তাঁকে সমর্থন করেছিলেন কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলেও।

কিছুদিন বিতর্ক স্তিমিত থাকলেও সম্প্রতি গায়িকা সুনিধি চৌহানের (sunidhi chauhan) একটি মন্তব‍্য নতুন করে উসকে দিয়েছে বিতর্কের আগুন। ইন্ডিয়ান আইডলে এক সময় বিচারকের আসনে ছিলেন সুনিধি। পঞ্চম ও ষষ্ঠ সিজনে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। কিন্তু তার পরপরই ইন্ডিয়ান আইডল থেকে বেরিয়ে আসেন তিনি।

sunidhi chauhan favourite singer main
এবার তার কারণ জানালেন সুনিধি। সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমকে তিনি জানান, ইন্ডিয়ান আইডলে বিচারকদের কোনো স্বাধীনতাই দেওয়া হয়না। কর্তৃপক্ষ যেমনটা বলতেন তেমন ভাবেই চলতে হত। সব প্রতিযোগীদেরই প্রশংসা করতে হত। তা দরকার না হলেও। সুনিধি বলেন, সম্ভবত দর্শকেরাও প্রতিযোগীদের প্রশংসাই শুনতে চান। তবে স্বাধীনতা না মেলায় ইন্ডিয়ান আইডল ছেড়ে দেন তিনি।

এর আগে বিতর্কের প্রসঙ্গে মুখ খুলেছিলেন শোয়ের সঞ্চালক আদিত নারায়ণ। সমস্ত দোষটাই তিনি চাপান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উপর। এক সাক্ষাৎকারে আদিত‍্য বলেন, “দু তিন সপ্তাহ আগে আইপিএল বন্ধ হয়ে গিয়েছে বলেই তরুণ প্রজন্মের পুরো ক্ষোভটা ইন্ডিয়ান আইডলের উপর পড়েছে। তারা জানে না ক্ষোভটা কোথায় প্রকাশ করা উচিত।”

তিনি আরো বলেন, “আমিও সন্ধ‍্যা সাতটা সাড়ে সাতটা বাজলে এমনি হয়ে যাই। এমনকি মোবাইল অ্যাপে ক্রিকেট টীমও বানিয়ে ফেলেছি। হাতে প্রচুর সময়। তাই টিভিতে নতুন কিছু আসলেই সেটা দেখি।” এর আগে শোটি নিয়ে অমিত কুমার বলেছিলেন, সবই পূর্বপরিকল্পিত ছিল। শো শুরুর তাঁকে ভাল মন্দ নির্বিশেষে সব প্রতিযোগীদের প্রশংসা করতে বলা হয়েছিল।

অমিত কুমার বলেন, টাকার প্রয়োজন সবারই আছে। আর টাকার বিনিময়েই ওই শো তে অতিথি বিচারক হিসাবে যেতে রাজি হয়েছিলেন তিনি। তাঁকে যেমনটা বলা হয়েছিল তেমনটাই করেছিলেন তিনি। প্রশংসা সবারই করেছিলেন কিন্তু কয়েক জনের গান শুনে তাঁর ইচ্ছা করছিল শো মাঝপথেই বন্ধ করে দিতে।‌‌

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর