বাংলা হান্ট নিউজ ডেস্ক: ব্যাট হাতে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বিরাট কোহলি ইতিমধ্যেই ক্রিকেটের সেরাদের তালিকায় নিজের নাম খোদাই করে ফেলেছেন। কিন্তু ভারতীয় রান-মেশিন বর্তমানে তার কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। শনিবার, সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে লজ্জাজনক ভাবে পরাজিত করে তাদের টানা পঞ্চম জয় পাওয়ার দিনে মার্কো জেন্সনের আউটসুইংয়ে প্রথম বলেই শূন্য রানে আউট হন কোহলি।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আগের ম্যাচেও কোহলি প্রথম বলে আউট হয়ে ফিরেছিলেন। বিশ্বের সেরা ব্যাটারের এইভাবে একটানা শূন্য রানে আউট হওয়া তার জন্য সত্যিই বিরল ব্যাপার। প্রাক্তন আরসিবি অধিনায়ক আইপিএল ২০২২-এ আটটি খেলায় মাত্র ১৭-র গড়ে মোট ১১৯ রান করেছেন, যা অনেক ভক্তকে অবাক করে দিয়েছে যে কোহলির সেরা সময় কি তবে অতীত। তবে কঠিন সময়ে কোহলির পাশে দাঁড়ালেন প্রাক্তন ইংল্যান্ড তারকা কেভিন পিটারসেন।
পিটারসেন টুইট করেছেন, “আপনি একটি বাস্তব কথা শুনতে চান? আমাদের প্রিয় প্রত্যেক কিংবদন্তি খেলোয়াড় এই বিরাটের মতোই খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছেন। আরেকটি সত্য শুনবেন? তারা সবাই এটিকে অতিক্রম করে আবার বড় মঞ্চে পারফরম্যান্স করেছেন।”
One legend talking about they other … Respect!! ✊ ❤️
— Suniel Shetty (@SunielVShetty) April 23, 2022
পিটারসনের এই টুইটের প্রশংসা করেছেন ভারতের জনপ্রিয় চিত্রাভিনেতা সুনীল শেট্টি। তাকে সম্প্রতি আইপিএলের মাঠে দেখা গিয়েছিল তার সম্ভাব্য হবু জামাই লোকেশ রাহুলের খেলা দেখার জন্য। তিনি পিটারসেনের প্রশংসা করে বলেছেন, “এক কিংবদন্তি আরেক কিংবদন্তির সম্পর্কে বলছেন, সম্মান জানাই।” বিরাট এবং আরসিবি গত ম্যাচে হারলেও তারা প্রতিযোগিতায় ভালো জায়গায় রয়েছেন। ভক্তরা আশা করবেন দ্রুতই তাদের ফের নিজেদের পরিচিত ছন্দে দেখা যাবে।