অক্ষয়ের জায়গা কেউ নিতে পারবে না, পুরনো বন্ধুর হয়ে কার্তিককে একহাত নিলেন সুনীল শেট্টি

বাংলাহান্ট ডেস্ক: অক্ষয় কুমারের (Akshay Kumar) জায়গা ক্রমশ হাতিয়ে নিচ্ছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। এ খবরে ঘুম উড়েছে আক্কি ভক্তদের। প্রথমে ভুলভুলাইয়া ২, এবার হেরা ফেরি ৩, আরিয়ান ক্রমেই অক্ষয়ের জায়গা দখল করে নিচ্ছেন অক্ষয়ের। উপরন্তু সম্প্রতি ‘খিলাড়ি’ অভিনেতা দুঃখপ্রকাশ করেছেন হেরা ফেরিতে অভিনয় করতে না পারার জন‍্য। তারপর থেকে আবার ট্রোলড হচ্ছেন কার্তিক।

এবার সুনীল শেট্টিও (Suniel Shetty) দাঁড়ালেন বন্ধু অক্ষয়ের পাশেই। তিনিও হেরা ফেরি সিরিজেরই গুরুত্বপূর্ণ অংশ। পরেশ রাওয়াল, সুনীল শেট্টি এবং অক্ষয় কুমার থ্রি মাস্কেটিয়ার্স হেরা ফেরির প্রধান অংশ। সেখান থেকে অক্ষয়ই বাদ পড়ে যাচ্ছেন! বিষয়টা মানতে পারছেন না সুনীলও।

sunil2 5f0fec4367a2c
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, হেরা ফেরি ফ্র‍্যাঞ্চাইজির পুরনো কাস্ট ফিরলেই সবথেকে ভাল। গুঞ্জন শোনা যাচ্ছে, কার্তিক নাকি অক্ষয়ের জায়গা নিয়ে নিয়েছেন। দেখুন, অক্ষয়ের জায়গা নেওয়া যায় না। নির্মাতারা কার্তিকের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্র নিয়ে আলোচনা করছেন। তাই এখানে কোনো দ্বন্দ্বের ব‍্যাপার নেই বলে মন্তব‍্য করেন সুনীল।

তিনি আরো বলেন, অক্ষয়কে ছাড়া ছবিটা সম্পূর্ণই হবে না। একটা ফাঁক থেকেই যাবে। শেষমেষ কী হবে সেটা তো দেখাই যাবে। তিনি বলেন, নিজের আসন্ন ওয়েব সিরিজ নিয়ে প্রচারে ব‍্যস্ত তিনি। তাই এ বিষয়ে বিশেষ কিছু জানেন না। সুনীল আরো জানান, ১৯-নভেম্বরের পর অক্ষয় এবং অন‍্যদের সঙ্গে বসে কথা বলবেন তিনি।

সম্প্রতি অক্ষয় জানিয়েছিলেন, কার্তিক তাঁকে সরিয়ে নিজে জায়গা করেননি। তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন। ছবিটির প্রস্তাব প্রথমে তাঁর কাছেই এসেছিল। কিন্তু চিত্রনাট‍্যটা তাঁর পছন্দ না হওয়ায় তিনি সরে দাঁড়িয়েছেন। কিছু বিষয় তাঁর মনে ধরেনি বলে স্পষ্ট জানিয়েছেন অক্ষয়। ছবি থেকে সরে দাঁড়ানোর জন‍্য অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর