হ্যাটট্রিক নয় বরং বাংলাদেশের বিরুদ্ধে ছয় গোল করতে পারি: সুনীল ছেত্রী।

আজ ওয়ার্ল্ড কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারত মুখোমুখি হতে চলেছে বাংলাদেশের। আর তার আগে সমস্ত আলোচনা ভারত অধিনায়ক সুনীল ছেত্রীকে ঘিরে। ক্রোয়েশিয়ান কোচ ইগর স্যিম্যাচের থেকেও যেন আলোচনার মূল বিন্দুতে রয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। হবেনাই বা কেন এই মুহূর্তে ফুটবলে তিনি জাতীয় গোলদাতার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন। বিশ্ব ফুটবলের যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরে সুনীল ছেত্রির নাম রয়েছে। শুধু ভারতীয় শিবিরেই নয় এই মুহূর্তে ভারতের বিপক্ষে খেলতে আসা বাংলাদেশ শিবিরেও যত আলোচনা এই সুনীল ছেত্রীকে নিয়ে। কিন্তু সুনীল ছেত্রী সেই সব আলোচনায় পাত্তা দিতে নারাজ। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে আমি এই দলের অন্য 23 জন খেলোয়াড়ের মতই একজন খেলোয়াড় আলাদাভাবে কিছু নয়।

এছাড়া তিনি বলেন কাতার ম্যাচেতো আমাকে ছাড়াই দল নেমেছিল কিন্তু ভারতীয় দল খুব সুন্দর ফলাফল করেছিল। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন জাতীয় দলে কোন খেলোয়ারই কোন অংশে কম নয়। যে যেদিন সুযোগ পাবেন সেদিনই নিজের 100% উজাড় করে দেবেন দলের জয়ের জন্য।

85961316cd89f411921d158fcdcccd6aa8675648

এই সবের মধ্যেই সুনীল ছেত্রীর দিকে একটা প্রশ্ন উড়ে আসে সেটা হলো তাহলে কি বাংলাদেশে ম্যাচে হ্যাটট্রিক হবে? আর এই প্রশ্নের জবাবে সুনীল হাসতে হাসতে উত্তর দেন তিনটে কেন প্রয়োজন পড়লে ছটা গোল করে ফেলতে পারি। কিন্তু আমি কটা গোল করছি সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো দলের জয়। অর্থাৎ তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে তিনি যদি তিনটে গোল করেন আর দল যদি 4- 3 ব্যবধানে হেরে যায় তাহলে তাতে কেউ-ই খুশি হতে পারবেন না। বরং তিনি যদি কোনো গোল না করেও দলকে জেতাতে পারেন তাহলেই বরং গোটা দেশ খুশি হবে।

Udayan Biswas

সম্পর্কিত খবর