বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিজেদের ছন্দ ধরে রাখলো ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে কিছুটা লড়াই করতে হলেও সহজ জয় পেল সুনীল ছেত্রীরা। এই জয়ের ফলে দুই ম্যাচের ৬ পয়েন্ট নিয়ে কুয়েতের সঙ্গে যুগ্মভাবে গ্রুপ শীর্ষে রয়েছে ভারত। কুয়েত এবং ভারতের গোল পার্থক্য সমান। কিন্তু ভারতীয় দল টুর্নামেন্ট এখনও কোনো গোল হজম করেনি আর কুয়েত এখনো অবধি মাত্র একটি গোল হজম করেছেন নেপালের বিরুদ্ধে।
আজকের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল কুয়েত। ভারতের কাছে বিশ্রী হারের পর সেই হারের জ্বালা ভুলে আজ ভদ্রস্থ পারফরম্যান্সের আশা করেছিল পাকিস্তান। কিন্তু তেমনটা দেখা যায়নি। গত ম্যাচে ভারতের বিরুদ্ধে যা হয়েছিল এই ম্যাচে কুয়েতের বিরুদ্ধেও তাই হল। ৪-০ ফলে হেরে মাঠ ছাড়েন বশির হাসানরা।
অপরদিকে পরের ম্যাচে ভারত এবং নেপালের মধ্যে প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং ভারতকে নেপাল রুখে দেয়। কিন্তু দ্বিতীয়ার্ধে ফিফা ক্রমতালিকায় ১৭৪ নম্বরে থাকা নেপালের ডিফেন্সের ওপর চাপ বাড়ায় ভারতীয় দল। ম্যাচের ৬০ মিনিট নাগাদ সাহাল আব্দুল সামাদের সঙ্গে ওয়ান টু খেলে বক্সে নিখুঁত ক্রস রাখেন মহেশ।
নেপালের ডিফেন্সকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দিতে ভুল করেন সুনীল ছেত্রী। এটি ছিল তার আন্তর্জাতিক কেরিয়ারের ৯১ তম গোল। অবসর নেওয়ার আগে ক্রমে ক্রমে ১০০ গোলের মাইল ফলক ছোঁয়ার অত্যন্ত কাছাকাছি চলে আসছেন তিনি। তবে তিনি গোল করলেও ভারতের ফরোয়ার্ড প্রথমার্ধে কয়েকটি সুযোগ নষ্ট করেছিলেন।
এরপর ম্যাচের ৭০ মিনিটে নেপালের ডিফেন্ডারদের নাস্তানাবুদ করে নেওয়া সুনীলের শট গোলকিপারের গায়ে লেগে ক্রসবারে উঠে যায়। দুবার বাউন্স করে বলটি নিচে আসতেই ফাঁকা গোলে বল ঠেলেন নাওরেম মহেশ। দেশের হয়ে এটি তার প্রথম গোল। গোল করে এবং করিয়ে নায়ক হয়ে যান ইস্টবেঙ্গল তারকা। এই জয় পরের ম্যাচে কুয়েতের বিরুদ্ধে নামার আগে ভারতের আত্মবিশ্বাস বাড়াবে। যদিও ফিফা ক্রমতালিকায় পাকিস্তান এবং নেপালের থেকে এগিয়ে আছে কুয়েত কিন্তু ভারতের থেকে তারা এই পর্যায়ে অনেকটাই পিছিয়ে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার