বাংলা হান্ট ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগ তথা ISL স্থগিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি ভারতীয় ফুটবলের জন্য খুবই সমস্যার এবং খেলোয়াড় থেকে শুরু করে কোচ, ও মেডিক্যাল স্টাফ ও খেলার সাথে যুক্ত প্রত্যেকেই ভীত এবং দুঃখিত।
কী জানিয়েছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri):
ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন: ISL-এ বেঙ্গালুরু এফসির হয়ে খেলা সুনীল (Sunil Chhetri) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে, তিনি সারা দেশের খেলোয়াড় এবং কর্মীদের কাছ থেকে ক্রমাগত ফোন এবং বার্তা পাচ্ছেন। তাঁরা প্রত্যেকেই ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি কেবল তাঁর ব্যক্তিগত সমস্যা নয়, বরং পুরো ফুটবল বিশ্বের সমস্যা।
When my phone went off a few weeks ago informing us of a delay in pre-season by a fortnight, I must admit it made me smile. And that’s because I was on vacation, hadn’t moved as much as I would have liked to, and hadn’t been eating as clean as I usually do. I had more time than I… pic.twitter.com/pEGyr8Sp5O
— Sunil Chhetri (@chetrisunil11) July 16, 2025
AIFF এবং FSDL-এর মধ্যে কোনও নতুন চুক্তি হয়নি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) এবং আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)-এর মধ্যে মাস্টার রাইটস চুক্তি (MRA) এখনও রিনিউ না করায় ISL-এর ২০২৫-২৬ মরশুম স্থগিত রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট AIFF-কে নির্দেশ দিয়েছে যে যতদিন AIFF-এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া ততদিন FSDL-এর সঙ্গে কোনও নতুন চুক্তি করা যাবে না।
আরও পড়ুন: ইতিহাসের সাক্ষী হলেন বৈভব সূর্যবংশী! ইংল্যান্ডে ৩৪ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভাঙল ভারত
২০১০ সালে ১৫ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়: প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১০ সালে FSDL এবং AIFF-এর মধ্যে ১৫ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। যার অধীনে FSDL প্রতি বছর AIFF কে ৫০ কোটি টাকা দেয় এবং বিনিময়ে এটি ভারতীয় ফুটবল (ISL এবং জাতীয় দল সহ) সম্প্রচার, পরিচালনা এবং প্রচারের অধিকার পায়।
আরও পড়ুন: ১ দশক পেরিয়ে গেলেও পুলিশ পায়নি তথ্য প্রমাণ! কড়েয়ায় গণধর্ষণকাণ্ডে বেকসুর খালাস ৩ অভিযুক্ত
কী জানিয়েছেন সুনীল: এদিকে, ISL-এর স্থগিত হওয়ার বিষয়ে সুনীল ছেত্রী (Sunil Chhetri) জানিয়েছেন যে, যখন তিনি তাঁর ছুটিতে ISL বন্ধ হওয়ার খবর শুনেছিলেন, তখন তিনি অনুভব করেছিলেন যে তাঁর ফিট হওয়ার জন্য আরও সময় আছে। কিন্তু যখন তিনি জানতে পারলেন যে নিষেধাজ্ঞা এখন অনির্দিষ্টকালের জন্য, তখন তাঁর উদ্বেগ বেড়ে যায়। তিনি প্রত্যেক খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের ধৈর্য ধরে একে অপরকে সমর্থন করার জন্য আবেদন জানিয়েছেন। এর পাশাপাশি সুনীল আত্মবিশ্বাস ব্যক্ত করে জানিয়েছেন যে, ফুটবল শীঘ্রই আবার শুরু হবে। এদিকে, AIFF জানিয়েছে যে, তারা ISL-এর গুরুত্ব বোঝে। কিন্তু, আদালতের আদেশও তারা মেনে চলতে বাধ্য।